অংশীদারি-ব্যবসা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 95
941. নাসির ক্লাবের মোট প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা। এর মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ২,০০০ টাকা আদায় হয়েছে এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ ১,০০০ টাকা অগ্রিম পাওয়া গিয়েছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৩,০০০ টাকা এবং বিগত বছরের চাঁদা ১,০০০ টাকা এখনও অনাদায়ী আছে।প্রারম্ভিক মূলধন তহবিলে বকেয়া চাঁদা কত দেখাতে হবে?
- ২০০০ টাকা
- ২৫০০ টাকা
- ৩০০০ টাকা
- ৪০০০ টাকা
942. আয়-ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
- ২১০০০ টাকা
- ২০০০০ টাকা
- ১৯০০০ টাকা
- ১৮০০০ টাকা
943. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পার্শ্বে অনাদায়ী চাঁদা কত টাকা দেখাতে হবে?
- ২০০০ টাকা
- ৩০০০ টাকা
- ৪০০০ টাকা
- ৫০০০ টাকা
944. বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয হিসাব?
- আয় ও দায়
- খরচ ও দায়
- খরচ ও আয়
- সম্পদ ও আয়
945. সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজে লিপ্ত প্রতিষ্ঠান হলো –
- ব্যবসায় প্রতিষ্ঠান
- অব্যবসায়ী প্রতিষ্ঠান
- উৎপাদনকারী প্রতিষ্ঠান
- সরকারি প্রতিষ্ঠান
946. আয়-ব্যয় হিসাব প্রকাশ করতে পারে-
- ক্রেডিট উদ্বৃত্ত
- শূন্য উদ্বৃত্ত
- ডেবিট অথবা ক্রেডিট উদ্বৃত্ত
A,B,C
947. ক্রীড়া সামগ্রী ১০,০০০ টাকা, বিগত সালের বকেয়া ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে কত টাকা বসবে?
- ৪০০০ টাকা
- ৮০০০ টাকা
- ১২০০০ টাকা
- ১৬০০০ টাকা
948. অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
- যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যি করে না
- যেসব প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত থাকে না
- যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যি করে না কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকে
- যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করে মুনাফা অর্জন করে
949. বৃত্তি তহবিলে দেখানো হয়-
- আয়-ব্যয় বিবরণীতে
- আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে
- আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে
A,B,C
950. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা কাদের মধ্যে বন্টন করা হয়?
- মালিকপক্ষের মধ্যে
- সদস্যদের মধ্যে
- কর্মচারীদের মধ্যে
- পরিচালকদের মধ্যে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "অংশীদারি-ব্যবসা - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 95"