📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

NTRCA শিক্ষক নিবন্ধন গণিত লাভ-ক্ষতি

NTRCA শিক্ষক নিবন্ধন গণিত লাভ-ক্ষতি

 

লাভ = বিক্রয় মূল্য – ক্রয় মূল্য; ক্ষতি = ক্রয় মূল্য – বিক্রয় মূল্য

লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসেব করা হয়।

ধর যাক কোন কিছু ১০% লাভে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য = ক্রয় মূল্যের ১১০%।

ধর যাক কোন কিছু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য = ক্রয় মূল্যের ৯০%।

কৌশলগত সূত্র:

ক্ষতি % = (ক্ষতি x ১০০) / ক্রয় মূল্য
লাভ % = (লাভ x ১০০) / ক্রয় মূল্য
লাভ এর ক্ষেত্রে ক্রয় মূল্য = (১০০/(১০০+ লাভ %)) x বিক্রয় মূল্য
ক্ষতি এর ক্ষেত্রে ক্রয় মূল্য = (১০০/(১০০ – ক্ষতি %)) x বিক্রয় মূল্য

সকল প্রকার ব্যবসায় লাভ ক্ষতি থাকে। লাভ ক্ষতি বের করতে হলে দুইটি পরিমাপক অবশ্যি জানতে হবে, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য।

লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য

আপনি ১০ টাকায় একটি কলম কিনে ১২ টাকায় বিক্রয় করলেন।

আপনার লাভ, ১২-১০ = ২ টাকা।

লাভ কিংবা ক্ষতি নির্ভর করে ক্রয়মূল্যের উপর।

উপরের উদাহরণে আপনার লাভ হয়েছে ২ টাকা এবং সেটি হয়েছে আপনার ক্রয়মূল্যের উপর।

অর্থাৎ ১০ টাকায় আপনার লাভ হয়েছে ২ টাকা। কখনোই ভাববেন না, বিক্রয়মূল্যের উপর লাভ/ক্ষতি হয়েছে অর্থাৎ আমরা কখনো লিখব না ১২ টাকায় লাভ হয়েছে ২ টাকা।

লাভ ক্ষতির অঙ্কে সাধারণত শতকরা থাকে, সেজন্য শতকরা অধ্যায়টি আগে নখদর্পণে নিয়ে আসুন।

এই প্রশ্নটি দেখুনঃ

টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

আমরা মনে করতে পারি প্রতি ৩টি লেবুতে ১ টি লাভ হচ্ছে এবং আমরা লিখতে পারি,

৩ টিতে লাভ হচ্ছে ১ টি/ ১ টিতে কর এবং ১০০ টি তে কত?

কিন্তু এটি ভুল!!

আগেই বলেছি লাভক্ষতি হবে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের উপর—কোন বস্তুর সংখ্যার উপর নয়।

তাহলে আমরা অংকটি করব এভাবে,

৩ টির ক্রয়মূল্য ১ টাকা

অর্থাৎ, ১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২ টির ক্রয়মূল্য ১ টাকা

অর্থাৎ, ১ টির বিক্রয়মূল্য ১/২ টাকা

অর্থাৎ, ১/৩ টাকার লেবু কিনে বিক্রয় করছে ১/২ টাকায়।

এবার আপনি অংকটি সহজ নিয়মে করে ফেলুন।

সূত্রঃ ১

ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে–[লাভের হার উল্লেখ থাকলে]

#ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)

প্রশ্নঃ একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন,তার চেয়ে ৩০টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যে তার উপর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধানঃ

ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)
= (১০০ x ৩০)/ (১২.৫ + ২৫)
= ৮০ টাকা

সূত্রঃ ২

ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যেরক্ষেত্রে – [লাভের হার উল্লেখ না থাকলে]

#ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার)

প্রশ্নঃ একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয়২০% ক্ষতি হল। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধানঃ
ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার)
= (১০০ x ৫৬০) / (১০০ – ২০)
= ৭০০ টাকা

সূত্রঃ ৩

লাভে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে–

#ক্রয়মূল্য =(১০০ x বিক্রয়মূল্য)/(১০০ + লাভের শতকরা হার)

প্রশ্নঃ একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রি হওয়ায় ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধানঃ

ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ + লাভের শতকরা হার)
=(১০০ x ২৭৬)/(১০০ + ১৫)
= ২৪০ টাকা

সূত্রঃ ৪

লাভে বিক্রিত পণ্যের বিক্রয়মূল্যের ক্ষেত্রে –

#বিক্রয়মূল্য ={মোট লাভ(১০০ + লাভের হার)}/লাভের হার

প্রশ্নঃ একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?

সমাধানঃ

#বিক্রয়মূল্য = {মোট লাভ (১০০ + লাভের হার)} /লাভের হার
= {২৮০ (১০০ + ৩৫)} /৩৫
= ১০৮০ টাকা

টেকনিকে লাভ–ক্ষতি-

টেকনিক–১: ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে–[লাভের হার উল্লেখ থাকলে]; ‎ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)

একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন,তার চেয়ে ৩০টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যে তার উপর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধানঃ ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার) = (১০০ x ৩০)/ (১২.৫ + ২৫) = ৮০ টাকা

টেকনিক–২:  ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যেরক্ষেত্রে – [লাভের হার উল্লেখ না থাকলে]; ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার)

একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয়২০% ক্ষতি হল। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধানঃ ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার) = (১০০ x ৫৬০) / (১০০ – ২০) = ৭০০ টাকা

টেকনিক–৩:  লাভে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে– ক্রয়মূল্য =(১০০ x বিক্রয়মূল্য)/(১০০ + লাভের শতকরা হার)

একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রি হওয়ায় ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধানঃ ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ + লাভের শতকরা হার) =(১০০ x ২৭৬)/(১০০ + ১৫) = ২৪০ টাকা

টেকনিক–৪:  লাভে বিক্রিত পণ্যের বিক্রয়মূল্যের ক্ষেত্রে – ‎বিক্রয়মূল্য ={মোট লাভ(১০০ + লাভের হার)}/লাভের হার

একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?

সমাধানঃ বিক্রয়মূল্য = {মোট লাভ (১০০ + লাভের হার)} /লাভের হার = {২৮০ (১০০ + ৩৫)} /৩৫= ১০৮০ টাকা

টেকনিক–৫: সংখ্যাযুক্ত পণ্যের ক্রয়মূল্য বিক্রয়ের ক্ষেত্র, শতকরা লাভ = (নির্দিষ্ট মূল্যে ক্রয়কৃত সংখ্যা – নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা ) x ১০০ / নির্দিষ্ট মূল্যে বিক্রীত সংখ্যা।

অংকঃ ৮টি কমলার ক্রয়মূল্য ৬ টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

সমাধানঃচশতকরা লাভ = (নির্দিষ্ট মূল্যে ক্রয়কৃত সংখ্যা – নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা ) x ১০০ / নির্দিষ্ট মূল্যে বিক্রীত সংখ্যা। = (৮ -৬) x ১০০  / ৬  = ৩৩.৩৩%

টেকনিক–৬: নির্দিষ্ট সংখ্যক পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে – শতকরা লাভ = (বিক্রয়মূলয় – ক্রয়মূল্য) x ১০০ / ক্রয়মূল্য

অংকঃ ২০ টাকায় ১২ টি করে আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধানঃ শতকরা লাভ = (বিক্রয়মূলয় – ক্রয়মূল্য) x ১০০ / ক্রয়মূল্য  = (২৪ – ২০) x ১০০ / ২০ = ২০%

টেকনিক–৭: ক্ষতিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে – [লাভের হার উল্লেখ না থাকলে]; ক্ষতির হার = (ক্ষতি x ১০০) / (বিক্রয়মূল্য + ক্ষতি)

অংকঃ একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধানঃ ক্ষতির হার = (ক্ষতি x ১০০) / (বিক্রয়মূল্য + ক্ষতি) = (২০ x ১০০) / (৩৮০ + ২০) = ৫%

টেকনিক–৮: ক্ষতিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। [লাভের হার উল্লেখ থাকলে]; পণ্য সংখ্যা = বিক্রীত পণ্যের সংখ্যা x (১০০ – ক্ষতি) / (১০০ + লাভ)

অংকঃ টাকায় ১২ টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে?

সমাধানঃ পণ্য সংখ্যা = বিক্রীত পণ্যের সংখ্যা x (১০০ – ক্ষতি) / (১০০ + লাভ) = ১২ x (১০০ – ৪) / (১০০ + ৪৪) = ৮টি লেবু

টেকনিক–৯: ৯ ক্রয় বিক্রয়ে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে –ক্ষতি = ১০০ / (টাকায় যতটি বিক্রি হয়)^২

অংকঃ টাকায় ৫টি ও টাকায় ৭ টি দরে সমান সংখ্যক জামরুল কিনে টাকায় ৬ টি দরে বিক্রয় করলে শতকরা ক্ত লাভ বা ক্ষতি হবে?

সমাধানঃ ক্ষতি = ১০০ / (টাকায় যতটি বিক্রি হয়)^২  = ১০০ / (৬)^২ = ২ ৭/৯ %

টেকনিক–১০: বিক্রয়কৃত পণ্য সংখ্যা = (বিক্রয়কৃত পণ্য সংখ্যা / ক্রয়মূল্য) x (১০০ x বিক্রয়মূল্য / ১০০ + লাভ)

অংকঃ টাকায় ৬ টা করে ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধানঃ বিক্রয়কৃত পণ্য সংখ্যা = (বিক্রয়কৃত পণ্য সংখ্যা / ক্রয়মূল্য) x (১০০ x বিক্রয়মূল্য / ১০০ + লাভ) = (৬ / ১) x (১০০ x ১ / ১০০ + ২০) = ৫ টি

উদাহরণ-১ঃ

একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধানঃ

দ্রব্যটির ক্রয়মূল্য = ৩৮০+২০=৪০০ টাকা

সুতরাং ক্ষতি = (২০*১০০)/৪০০ = ৫%

উদাহরণ-২ঃ

টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-

সমাধানঃ

৩ টির ক্রয় মূল্য = ১ টাকা

১ টির ক্রয় মূল্য = ১/৩ টাকা
আবার,

২ টির বিক্রয় মূল্য = ১ টাকা

১ টির বিক্রয় মূল্য = ১/২ টাকা

লাভ = ১/২ – ১/৩

= (৩-২)/৬

= ১/৬

তাহলে,

% লাভ = ১*৩*১০০/৬ = ৫০%

উদাহরণ-৩ঃ

ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫:৬;  এতে শতকরা কত লাভ হয়?

সমাধানঃ

ধরি,
ক্রয়মূল্য ৫ক
বিক্রয়মূল্য৬ক
লাভ= (৬ক-৫ক)= ক
শতকরা লাভ = (ক/৫ক ) x ১০০ = ২০%

উদাহরণ-৪ঃ

একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হত। টেবিলের ক্রয়মূল্য কত?

সমাধানঃ

ক্রয় মূল্য ক হলে,

১০% ক্ষতিতে বিক্রয় মূল্য ০.৯ক

৫% লাভে বিক্রয় মূল্য ১.০৫ক

প্রশ্নমতে,

১.০৫ক – ০.৯ক = ৬০ টাকা

বা, ০.১৫ক = ৬০ টাকা

বা, ক = ৬০/০.১৫ টাকা

বা, ক = ৪০০ টাকা

উদাহরণ-৫ঃ

একটি জিনিস ২৫ টাকা বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মুল্য কত?

সমাধানঃ

২৫% লাভে বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।

বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০x২৫/১২৫ = ২০টাকা।

উদাহরণ-৬ঃ

একখানা বাড়ির বিক্রয়মূল্য তার ক্রয় মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি কত হবে?

সমাধানঃ

বিক্রয়মূল্য ক্রয় মূল্যের ৪ ভাগের ৩ ভাগ।

সুতরাং বিক্রয়মূল্য অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে কম। অর্থাৎ, ক্ষতি হয়েছে।

এখন,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০*৩/৪

= ৭৫ টাকা

শতকরা ক্ষতি হয়েছে = (১০০ – ৭৫)% = ২৫%

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

   
   

0 responses on "NTRCA শিক্ষক নিবন্ধন গণিত লাভ-ক্ষতি"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved