Use of Article-
“A” এর ব্যবহার:
1. কোন word এর প্রথম অক্ষর Consonant হলে তার পূর্বে a বসে।
Example: Give me a pen.
2. O যদি”ওয়া” এর মত উচ্চারন হয় তবে তার পূর্বে a বসে।
Example : I saw a one eyed man there.
3. কোন word এর প্রথম অক্ষর “u” হলে এবং তার উচ্চারন “ইউ” এর মতো হয় তখন তার পূর্বে a বসে।
Example : Ashraf is a university student.
4. Preposition রূপে a বসে।
Example : We went a hunting (on)
5. Abstract noun যখন common noun রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a বসে।
Example : Emama Khan is a justice of the supreme court.
6. Dozen, Score (20), hundre, thousand, million ইত্যাদি সংখ্যা প্রকাশক এর পূর্বে a বসে।
Example : I bought a doyen eggs.
7. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরটি
consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
Example : He is a B.Sc.
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।