
IELTS কি?
বর্তমান সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে ইংরেজি। আর এই ইংরেজী ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি পরীক্ষা হচ্ছে IELTS (International English Language Testing System). বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের জন্য IELTS একপ্রকার বাধ্যতামূলকই বলা চলে।বিশ্বের ১৪০ টির ও বেশি দেশের ১১০০০+ ইউনিভার্সিটি এবং বিভিন্ন অর্গানাইজেশনে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে IELTS স্কোরকে প্রাধান্য দেওয়া হয়।
IELTS এক্সাম কেন দিবেন?
১. উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এপ্লাই করার জন্য ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য IELTS স্কোর প্রইয়োজন হয়।
২.উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে যারা আমেরিকা,ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে অভিবাসনের জন্য যেতে চান তাদের জন্য IELTS বাধ্যতামূলক।
৩.আন্তর্জাতিক কোম্পানি বা সংস্থাতে চাকরির জন্য ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে IELTS স্কোর চায়।
৪.ভালো IELTS স্কোর নিজের দেশেও ভালো চাকরী বা পদোন্নতি পেতে সাহায্য করে।
IELTS এর প্রকারভেদ:
IELTS পরীক্ষা ২ ধরনের হয়:
- IELTS Academic: বিদেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়।
- IELTS General Training: কারিগরি বিষয় বা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য এবং ইমিগ্রেশনের জন্য জেনারেল মডিউলে পরীক্ষা দিতে হয়।
IELTS এক্সাম ৪ টি ধাপে হয়:
- Listening
- Reading
- Writing
- Speaking
IELTS স্কোরিং সিস্টেম:
IELTS এক্সামের ৪ টি (Listening, Reading, Writing, Speaking) মডিউলের জন্য আলাদাভাবে ০ থেকে ৯ এর মধ্যে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এবং একটি সামগ্রিক স্কোর (Overall Band Score) দেওয়া হয়, যা চারটি অংশের গড়।
যেমন:
-
- Listening: ৭.৫, Reading: ৮.০, Writing: ৬.৫, Speaking: ৭.০
- গড় স্কোর = (৭.৫ + ৮.০ + ৬.৫ + ৭.০) ÷ ৪ = ৭.২৫
- Overall Band Score = ৭.৫