ইলেকট্রনিক্স
ইলেকট্রনিক্স অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে
1. অর্ধপরিবাহী
2. ডোপিং
3. ব্যান্ড তত্ত্ব
4. ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক,সুপরিবাহী এবং অর্ধপরিবাহীর পার্থক্য
5. n-টাইপ অর্ধপরিবাহী
6. p-টাইপ অর্ধপরিবাহী
7. জাংশন ডায়োড
8. ডোনার ডায়োড
9. LED
10. n.p.n ও p.n.p ট্রানজিষ্টর
11. FET
12. JFET
13. IGFET
14. MOSFET
15. IC
16. সৌরকোষ
17. সমাকলিত বর্তনী
1. একটি ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযোগে রয়েছে ।এর নিঃসারক প্রবাহ 0.85mA এবং পীঠ প্রবাহ 0.05mA ।প্রবাহ বিবর্ধন গুনাঙ্ক α বের কর ।
সমাধানঃ
এখানে, IE = 0.85mA ; IB = 0.05mA ; α = ?
আমরা জানি, IE = IB + IC
⇨ IC = IE – IB = 0.80 mA
∴ α = IC / IB = 0.94 Ans
2. কোন p – n জাংশনে বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10mA এবং বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 25mA ।জাংশনের রোধ কত ?
সমাধানঃ
এখানে,ΔV = (1.1 – 0.9)V = 0.2V ;
ΔI = (25-10)mA = 15mA = 15×10-3 A
আমারা জানি. R = ΔV / ΔI = 13.33Ω Ans
3. কোন ট্রানজিষ্টরের Δ IB = 0.02mA এবং Δ IC = 1mA হলে প্রবাহ লাভ β কত ?
সমাধানঃ
আমারা জানি,
β = Δ IB / Δ IC = 50 Ans
পদার্থ বিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায় দেখতে এখানে যান