উচ্চ মাধ্যমিক-এইচএসসি পদার্থ বিজ্ঞান : আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপদার্থবিদ্যা

আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা

সূত্র প্রতীক পরিচিতি ও একক
.
1.
I = পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য {মিটার (m)}
Io = ঐ পযবেক্ষকের ঘড়িতে ঐ ঘনটার সময় {মিটার (m)}
2. to= গতিশীলপর্যবেক্ষকের ঘড়িতে কোন ঘটনার সময় {সেকেন্ড (s)}
t = স্থির পর্যবেক্ষকের ঘড়িতে ঐ ঘটনার সময় {সেকেন্ড (s)}
3. m = বস্তুর চলমান অবস্থার ভর {কি.গ্রা.(kg)}
mo = বস্তুর নিশ্চল অবস্থার ভর {কি.গ্রা.(kg)}
4. E = mc2

5.
6. Rs = সংকট ব্যাসার্ধ {মিটার (m)}
G = মহাকর্ষ ধ্রুবক {নিউটন মিটার /কেজি (Nm2kg-2)}
M = গোলকীয় বস্তুর ভর {কি.গ্রা (kg)}
7. v = ‍S কাঠামো সাপেক্ষে ‍S’ কাঠামো x-অক্ষ বরাবর বেগ {মিটার/সে. (ms-1)}
c = আলোর বেগ
t = S কাঠামোতে কোন ঘটনার পযবেক্ষণের সময় {সেকেন্ড (s)}

X’ = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}
X = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}

8. E = k+moc2 E = মোট শক্তি {ইলেকট্রন ভোল্ট (eV)}
K = গতি শক্তি

আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

1.জড় প্রসঙ্গ কাঠামো
2.আপেক্ষিতা
3.আপেক্ষিক তত্ত্বের প্রকারভেদ
4.আপেক্ষিকতার বিশেষ ত্ত্ত্ব
5.লরেনজ রূপান্তরন
6.তারকার মৃত্যুর ধাপ
7.নিউট্রন তারকা
8.কৃষ্ণবিবর

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি রকেট কত বেগে চললে এর দৈর্ঘ্য সংকুচিত হয়ে নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক হবে ?

সমাধানঃ

এখানে, L = ½ L0
আমরা জানি, L = L0 √ (1-v2/c2)
⇨ ½ L0 = L0 √ (1-v2/c2)
⇨ ½ = √ (1-v2/c2)
⇨ ¼ = 1-v2/c2
⇨ v2/c2 = 1- ¼ = ¾
⇨ v /c = √ (3/4)
⇨ v = {√(3/4)} × c = 2.598×108 ms-1 Ans

2. একটি ইলেকট্রন 0.99c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত ?

সমাধানঃ

এখানে,m0 = 9.1×10-31 kg [ ইলেকট্রনের ভর ]
v = 0.99c
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
m = m0 / {√ (1-v2/c2)}
= 9.1× 10-31 / {√1-(0.99)2}
= 6.45× 10-30 kg Ans

3. একটি মেসন কণার গড় আয়ু 3×10-8 s ।যদি কণাটি 0.85c বেগে গতিশীল হয়,তবে এর গড় আয়ু বের কর ।

সমাধানঃ

এখানে,t0 = 3×10-8 s ;

v = 0.85c ;
v/c = 0.85 ;
t = ?

আমরা জানি, t0 = t√ (1-v2/c2)

⇨ t = t0 / √ (1-v2/c2) = 5.69×10-8 s Ans

4. এতটি গতিশীল কণার মোট শক্তি এর স্থিরাবস্থান শক্তির 2.5গুণ হলে বস্তুটির দ্রুতি কত ?

সমাধানঃ

এখানে, mc2 = 2.5m0c2 ⇨ m = 2.5m0 ;
v = ?
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
⇨ m0 = 2.5m0 √ (1-v2/c2)
⇨ 1-v2/c2 = 1 / 6.25
⇨ v2/c2 = 1 – 1 / 6.25 = 0.84
⇨ v / c = 0.9165
⇨ v = 0.9165×c
= 2.75× 108 ms-1 Ans

5. 2.5×106 eV গতি সম্পন্ন ইলেকট্রনের ভর ও দ্রুতি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বের কর ।

সমাধানঃ

এখানে, Ek = 1.5×106 × 1.6×10-19 J [1eV = 1.6×10-19 J]
= 2.4 × 10-13 J
m0 = 9.1×10-31 kg ;
m = ? ;
v =?

আমারা জানি, Ek = mc2 – m0c2

⇨ m – m0 = Ek / c2

⇨ m = Ek / c2 + m0 = 3.58×10-30 kg Ans

আবার, m0 = m √ (1-v2/c2)

⇨ 1-v2/c2 = (m0 / m)2
⇨ v / c = √ {1-(m0 / m)2}
⇨ v = c × √ {1-(m0 / m)2}
= 2.59×108 ms-1 Ans

6. 10 a.m.u ভরের সমতুল্য শক্তি ev-এ প্রকাশ কর ।

সমাধানঃ

এখানে, m = 10 amu = 10×1.66057×10-27 kg [ 1 amu (atomic mass unit)
= 1.66057×10-26 kg Ans = 1.66057×10-27 kg ]
∴ E = mc2 = 4.4945×10-9 J = 1.4945×10-9 / 1.6×10-19 eV [ 1ev = 1.6×10-9 kg]
= 9.34×109 ev Ans

পদার্থ বিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায় দেখতে এখানে যান

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline