আশা করি সবাই ভাল আছেন। বর্তমান যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো ফেসবুক<img class=”size-full wp-image-7565 alignright” src=”../wp-content/uploads/2015/09/fb3.jpg” alt=”ফেসবুক” width=”369″ height=”136″ />
এই ফেসবুক যোগাযোগ ব্যবস্থার সাথে আমরা কম বেশ সবাই জড়িত। এখন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসি।ফেসবুকের একটি প্লাটফর্ম হচ্ছে মেসেঞ্জার ।কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজ করি তারা প্রায়ই মেসেঞ্জার থেকে লগ আউট দিতে গিয়ে জামেলায় পড়ি বা পড়তে হয়। অনেকে এই জামেলার কারণে প্রায়ই  সফটওয়্যার ডিলিট করে দেন। এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে খুব সহজে মেসেঞ্জার থেকে লগ আউট দেয়া যায় সফটওয়্যার ডিলিট করা ছাড়া।
How to logout  from messenger (কিভাবে মেসেঞ্জার থেকে লগ আউট করবেন ):
সকল প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য টিপস  ( জাভা  , অ্যান্ড্রয়েড , আইফোন)  >>>>
প্রথমে এই লিঙ্ক এ যান এবং ক্লিক কর  ‘End Activity’   যেখানে যেখানে আপনি লগিন আছেন।
অনেকটা নিচের চিত্রের মত আসবে।
https://www.facebook.com/settings?tab=security§ion=sessions&view

End activity of messenger
End activity of messenger/facebook

তারপর আপনি যে ডিভাইস দিয়ে মেসেঞ্জার বা ফেসবুক এ লগিন আছেন তাদের একটি তালিকা দেখতে পাবেন। তারমধ্যে যেটিকে রিমুভ করতে চান সেটিকে রিমুভ করে দিন। এই জন্য নিচের লিঙ্কে যান
https://www.facebook.com/settings?tab=security§ion=devices&view

এই পদ্ধতিতে আপনি মেসেঞ্জার অ্যাপ , ফেসবুক অ্যাপ  সহ  যত রকম ডিভাইসে লগিন আছেন  সেগুলো থেকে লগ আউট করতে পারবেন।messengers
আপনি যদি অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে তাহলে আপনাকে অ্যাপ আনইনস্টল করতে হবে না।এই জন্য  নিচের নিয়ম ফলো কর  >>>>
setting এ গিয়ে  More এ সিলেক্ট কর তারপর application এ যান।
তারপর choose downloaded app option  এ গিয়ে  messenger app তে সিলেক্ট কর
আর ফাইনাল স্টেপ এ গিয়ে ক্লিয়ার ডাটা তে সিলেক্ট কর
তারপর আপনি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবেন।
আজ এই পর্যন্ত। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরামর্শ এবং  মতামতের জন্য কমেন্ট আশা করছি।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline