আবেদনকৃত শিক্ষার্থীগণ যেভাবে কোর্সে যুক্ত হবেন
আবেদনকৃত শিক্ষার্থীদের এই স্টেপে আমাদের ইশিখন.কম এর কোর্স এ অর্ন্তভুক্ত হতে হবে। এজন্য নিমোক্ত উপায়ে কোর্স অর্ডার করতে হবে, উল্লেখ এই কোর্স অর্ডারে শিক্ষার্থীকে নতুন করে কিংবা এরপরও আর কোন ফি প্রদান করতে হবে না।
কোর্স অর্ডার করতে নিচের চিত্রগুলোর লাল চিহ্ন দেওয়া স্টেপ অনুসরণ কর
চিত্র-১
প্রথমে উপরের কোর্স মেনু থেকে সকল কোর্স পাতায় যান:
চিত্র-২
সেখান থেকে আপনার পছন্দের কোর্সটিতে ক্লিক কর যেমন: এন্ড্রয়েড এপ কোর্স
চিত্র-৩
অথবা আবেদনকৃত কোর্সসমুহের লিংক দেখতে এখানে যান:
এবারে ডানপাশ থেকে এই কোর্সটি কর বাটনে ক্লি কর
চিত্র-৪
নিচের চিত্রের মত চেকআউট পেজ দেখবেন। এখানে রিটার্নিং কাস্টমার এর ডানপাশে ক্লিক কর আপনার ইশিখন ইউজারনেম/ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন কর ( লগিন করা থাকলে এটা আর দরকার নেই।)
চিত্র-৫
( লগিন করা থাকলে এটা আর দরকার নেই।)
চিত্র-৬
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
অর্ডার নোট ঘরে আপনার আবেদনে দেওয়া পুরো নাম, মোবাইল, বিকাশ নাম্বার, ট্রান্জাকশনআইডি লিখে দিন। এর মাধ্যমেই আমরা আপনাকে চিহ্ণিত করে কোর্সে এড করবো। বিকাশ নাম্বার, ট্রান্জাশন আইডি অত্যাবশ্যক, এটি ছাড়া আপনাকে কোর্সে এড করা হবে না।
(স্টুডেন্ট আইডি না দিলেও চলবে, এটি আপনাদের পরে দেওয়া হবে।)
চিত্র-৭
এরপর নিচের চিত্রের মত বিকাশ পেমেন্ট এ ক্লিক করে নিচে Place order এ ক্লিক কর
কোর্স অর্ডার করার পর আমরা আপনার সব তথ্য চেক করে কোর্সের এড করে নিবো।
ক্লাসের শিডিউল এবং কিভাবে ক্লাস করবেন, তা দেখুন এখানে
13 responses on "আবেদনকৃত শিক্ষার্থীগণ যেভাবে কোর্সে যুক্ত হবেন"