সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬

সংগৃহিত আরো কিছু বাগধারা এবং প্রবাদ প্রবচন:

ক্রমিক নাম ইশিখন.কম উত্তর
199 ডামাডোল গণ্ডগোল
200 ঢাক ঢাক গুড় গুড় গোপন রাখার চেষ্টা
201 ঢাকের কাঠি মোসাহেব, চাটুকার
202 ঢাকের বাঁয়া অপ্রয়োজনীয়
203 ঢেঁকির কচকচি বিরক্তিকর কথা
204 ঢি ঢি পড়া কলঙ্ক প্রচার হওয়া
205 ঢিমে তেতালা মন্থর
206 তালকানা বেতাল হওয়া
207 তাসের ঘর ক্ষণস্থায়ী
208 তামার বিষ অর্থের কু প্রভাব
209 তালপাতার সেপাই ক্ষীণজীবী
210 তিলকে তাল করা বাড়িয়ে বলা
211 তুলসী বনের বাঘ ভণ্ড
212 তুলা ধুনা করা দুর্দশাগ্রস্ত করা
213 তুষের আগুন দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
214 তীর্থের কাক প্রতীক্ষারত
215 থ বনে যাওয়া স্তম্ভিত হওয়া
216 থরহরি কম্প ভীতির আতিশয্যে কাঁপা
217 দা-কুমড়া ভীষণ শত্রুতা
218 দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক
219 দু মুখো সাপ দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী
220 দিনকে রাত করা সত্যকে মিথ্যা করা
221 দুধে ভাতে থাকা খেয়ে-পড়ে সুখে থাকা
222 দেঁতো হাসি কৃত্তিম হাসি
223 দাদ নেওয়া প্রতিশোধ নেয়া
224 দুকান কাটা বেহায়া
225 দুধের মাছি সু সময়ের বন্ধু
226 ধরাকে সরা জ্ঞান করা সকলকে তুচ্ছ ভাবা
227 ধড়া-চূড়া সাজপোশাক
228 ধরাকে সরা জ্ঞান করা অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা
229 ধর্মের ষাঁড় যথেচ্ছাচারী
230 ধর্মের কল বাতাসে নড়ে সত্য গোপন থাকে না
231 ধরি মাছ না ছুঁই পানি কৌশলে কার্যাদ্ধার
232 ননীর পুতুল শ্রমবিমুখ
233 নয় ছয় অপচয়
234 নাটের গুরু মূল নায়ক
235 নাড়ি নক্ষত্র সব তথ্য
236 নিমক হারাম অকৃতজ্ঞ
237 নিমরাজি প্রায় রাজি
238 নামকাটা সেপাই কর্মচ্যূত ব্যক্তি
239 নথ নাড়া গর্ব করা
240 নেই আঁকড়া একগুঁয়ে
241 নগদ নারায়ণ কাঁচা টাকা/নগদ অর্থ
242 নেপোয় মারে দই ধূর্ত লোকের ফল প্রাপ্তি
243 পটল তোলা মারা যাওয়া
244 পগার পার আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া
245 পটের বিবি সুসজ্জিত
246 পত্রপাঠ অবিলম্বে/সঙ্গে সঙ্গে
247 পালের গোদা দলপতি
248 পাকা ধানে মই অনিষ্ট করা
249 পাখিপড়া করা বার বার শেখানো
250 পাততাড়ি গুটানো জিনিসপত্র গোটানো
251 পাথরে পাঁচ কিল সৌভাগ্য
252 পুঁটি মাছের প্রাণ যা সহজে মরে যায়
253 পুকুর চুরি বড় রকমের চুরি
254 পুরোনো কাসুন্দি ঘাঁটা পুরোনো প্রসঙ্গে কটাক্ষ করা
255 পোঁ ধরা অন্যকে দেখে একই কাজ করা
256 পোয়া বারো অতিরিক্ত সৌভাগ্য
257 প্রমাদ গোণা ভীত হওয়া
258 পায়াভারি অহঙ্কার
259 পরের মাথায় কাঁঠাল ভাঙা অপরকে দিয়ে কাজ উদ্ধার
260 পরের ধনে পোদ্দারি অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়
261 ফপর দালালি অতিরিক্ত চালবাজি
262 ফুলবাবু বিলাসী
263 ফেউ লাগা আঠার মতো লেগে থাকা
264 ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া অল্পে কাতর
265 ফোড়ন দেওয়া টিপ্পনী কাটা
266 বক ধার্মিক ভণ্ড সাধু
267 বইয়ের পোকা খুব পড়ুয়া
268 বগল বাজানো আনন্দ প্রকাশ করা
269 বজ্র আঁটুনি ফসকা গেরো সহজে খুলে যায় এমন
270 বসন্তের কোকিল সুদিনের বন্ধু
271 বিড়াল তপস্বী ভণ্ড সাধু
272 বর্ণচোরা আম কপট ব্যক্তি
273 বরাক্ষরে অলক্ষুণে
274 বাজারে কাটা বিক্রি হওয়া
275 বালির বাঁধ অস্থায়ী বস্তু
276 বাঁ হাতের ব্যাপার ঘুষ গ্রহণ
277 বাঁধা গৎ নির্দিষ্ট আচরণ
278 বাজখাঁই গলা অত্যন্ত কর্কশ ও উঁচু গলা
279 বাড়া ভাতে ছাই অনিষ্ট করা
280 বায়াত্তরে ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
281 বিদ্যার জাহাজ অতিশয় পণ্ডিত
282 বিশ বাঁও জলে সাফল্যের অতীত
283 বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বিপদ
284 বাঘের দুধ/ চোখ দুঃসাধ্য বস্তু
285 বিসমিল্লায় গলদ শুরুতেই ভুল
286 বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ
287 ব্যাঙের আধুলি সামান্য সম্পদ
288 ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা
289 ভরাডুবি সর্বনাশ
290 ভস্মে ঘি ঢালা নিষ্ফল কাজ
291 ভাদ্র মাসের তিল প্রচণ্ড কিল
292 ভানুমতীর খেল অবিশ্বাস্য ব্যাপার
293 ভাল্লুকের জ্বর ক্ষণস্থায়ী জ্বর
294 ভাঁড়ে ভবানী নিঃস্ব অবস্থা
295 ভূতের ব্যাগার অযথা শ্রম
296 ভূঁই ফোড় হঠাৎ গজিয়ে ওঠা
297 ভিজে বিড়াল কপটাচারী
298 ভূশন্ডির কাক দীর্ঘজীবী
299 মগের মুল্লুক অরাজক দেশ
300 মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন
301 মন না মতি অস্থির মানব মন
302 মড়াকান্না উচ্চকণ্ঠে শোক প্রকাশ
303 মাছের মায়ের পুত্রশোক কপট বেদনাবোধ
304 মিছরির ছুরি মুখে মধু অন্তরে বিষ
305 মুখ চুন হওয়া লজ্জায় ম্লান হওয়া
306 মুখে দুধের গন্ধ অতি কম বয়স
307 মুস্কিল আসান নিষ্কৃতি
308 মেনি মুখো লাজুক
309 মাকাল ফল অন্তঃসারশূণ্য
310 মশা মারতে কামান দাগা সামান্য কাজে বিরাট আয়োজন
311 মুখে ফুল চন্দন পড়া শুভ সংবাদের জন্য ধন্যবাদ
312 মেছো হাটা তুচ্ছ বিষয়ে মুখরিত
313 যক্ষের ধন কৃপণের ধন
314 যমের অরুচি যে সহজে মরে না
315 রত্নপ্রসবিনী সুযোগ্য সন্তানের মা
316 রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি
317 রাবণের চিতা চির অশান্তি
318 রাশভারি গম্ভীর প্রকৃতির
319 রাই কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
320 রাজা উজির মারা আড়ম্বরপূর্ণ গালগল্প
321 রাবণের গুষ্টি বড় পরিবার
322 রায় বাঘিনী উগ্র স্বভাবের নারী
323 রাজ যোটক উপযুক্ত মিলন
324 রাহুর দশা দুঃসময়
325 রুই-কাতলা পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
326 লেফাফা দুরস্ত বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি
327 লগন চাঁদ ভাগ্যবান
328 ললাটের লিখন অমোঘ ভাগ্য
329 লাল পানি মদ
330 লাল বাতি জ্বালা দেউলিয়া হওয়া
331 লাল হয়ে যাওয়া ধনশালী হওয়া
332 লেজে গোবরে বিশৃঙ্খলা
333 শকুনি মামা কুটিল ব্যক্তি
334 শাঁখের করাত দুই দিকেই বিপদ
335 শাপে বর অনিষ্টে ইষ্ট লাভ
336 শিকায় ওঠা স্থগিত
337 শিঙে ফোঁকা মরা
338 শিবরাত্রির সলতে একমাত্র সন্তান
339 শিরে সংক্রান্তি বিপদ মাথার ওপর
340 শুয়ে শুয়ে লেজ নাড়া আলস্যে সময় নষ্ট করা
341 শরতের শিশির সুসময়ের বন্ধু
342 শত্রুর মুখে ছাই কুদৃষ্টি এড়ানো
343 শ্রীঘর কারাগার
344 ষাঁড়ের গোবর অযোগ্য
345 ষোল আনা পুরোপুরি
346 ঘোল কলা পুরোপুরি
347 সবুরে মেওয়া ফলে ধৈর্যসুফল মিলে
348 সরফরাজি করা অযোগ্য ব্যক্তির চালাকি
349 সাত খুন মাফ অত্যধিক প্রশ্রয়
350 সাত সতের নানা রকমের
351 সাপের ছুঁচো গেলা অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা
352 সেয়ানে সেয়ানে চালাকে চালাকে
353 সবে ধন নীলমণি একমাত্র অবলম্বন
354 সাতেও নয়, পাঁচেও নয় নির্লিপ্ত
355 সাপের পাঁচ পা দেখা অহঙ্কারী হওয়া
356 সোনায় সোহাগা উপযুক্ত মিলন
357 সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক
358 সখাত সলিলে ঘোর বিপদে পড়া
359 সব শেয়ালের এক রা ঐকমত্য
360 হাটে হাঁড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করা
361 হাতটান চুরির অভ্যাস
362 হ য ব র ল বিশৃঙ্খলা
363 হরি ঘোষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
364 হরিলুট অপচয়
365 হস্তীমূর্খ বুদ্ধিতে স্থূল
366 হাড়ে দুর্বা গজানো অত্যন্ত অলস হওয়া
367 হাতুড়ে বদ্যি আনাড়ি চিকিৎসক
368 হাতের পাঁচ শেষ সম্বল
369 হীরার ধার অতি তীক্ষ্ণবুদ্ধি
370 হোমরা চোমরা গণ্যমান্য ব্যক্তি
371 হিতে বিপরীত উল্টো ফল
372 হাড় হদ্দ নাড়ি নক্ষত্র/সব তথ্য
373 হাড় হাভাতে হতভাগ্য
374 হালে পানি পাওয়া সুবিধা করা
375 অকালপক্ব ইঁচড়ে পাকা
376 অকাল বোধন অসময়ে আবির্ভাব
377 অগত্যা মধুসূদন অনন্যোপায় হয়ে
378 অগস্ত্য যাত্রা শেষ বিদায়
379 অঙ্কুশ-তাড়না অন্তর্গত আঘাত
380 অজগর বৃত্তি আলসেমি
381 অনন্তশয্যা শেষ শয্যা
382 অন্ধিসন্ধি ফাঁকফোকর
383 অপোগন্ড অকর্মণ্য/অপ্রাপ্ত বয়স্ক
384 অবরেসবরে কালে-ভদ্রে
385 অলছ-তলছ উদ্দাম , বাধাবন্ধহীন
386 অশ্বমেধ যজ্ঞ বিপুল আয়োজন
387 অষ্টরম্ভা কাঁচকলা , ফাঁকি
388 অসূর্যস্পশ্যা গৃহে অন্তরীণ
389 অস্থির পঞ্চক , অস্থির পঞ্চম কিংকর্তব্যবিমূঢ়তা
390 অক্ষরে অক্ষরে সম্পুর্ণভাবে
391 অ আ ক খ প্রাথমিক জ্ঞান
392 অকাল কুষ্মান্ড অপদার্থ
393 অন্ধের যষ্ঠি অপরিহার্য অবলম্বন
394 অকালের বাদলা অপ্রত্যাশিত বাধা
395 অক্ষয় বট প্রাচীন ব্যক্তি
396 আগড়ম বাগড়ম অর্থহীন কথা

 

পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-২

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৭

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৮

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৯

এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline