📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪

কচুকাটা করা নির্মমভাবে ধ্বংস করা কেঁচো খুড়তে সাপ বিপদজনক পরিস্থিতি
কচু পোড়া অখাদ্য কই মাছের প্রাণ* যা সহজে মরে না
কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না কুঁড়ের বাদশা খুব অলস
কলম পেষা কেরানিগিরি কাক ভূষণ্ডী দীর্ঘজীবী
কলুর বলদ এক টানা খাটুনি কেতা দুরস্ত পরিপাটি
কথার কথা গুরুত্বহীন কথা কাছা আলগা অসাবধান
কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু কাঁচা পয়সা নগদ উপার্জন
কপাল ফেরা সৌভাগ্য লাভ কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু
কাকতাল আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা কূপমণ্ডুক সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কত ধানে কত চাল হিসেব করে চলা কাঠের পুতুল নির্জীব, অসার
কড়ায় গণ্ডায় পুরোপুরি কথায় চিঁড়ে ভেজা ফাঁকা বুলিতে কার্যসাধন
কান খাড়া করা মনোযোগী হওয়া কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ
কানকাটা নির্লজ্জ কাছা ঢিলা অসাবধান
কান ভাঙানো কুপরামর্শ দান কুল কাঠের আগুন তীব্র জ্বালা
কান ভারি করা কুপরামর্শ দান কেঁচো খুড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কাপুড়ে বাবু বাহ্যিক সাজ কেউ কেটা সামান্য
কেউ কেটা গণ্যমান্য কেঁচে গণ্ডুষ পুনরায় আরম্ভ
কেঁচে গণ্ডুষ পুনরায় আরম্ভ কৈ মাছের প্রাণ যা সহজে মরে না

*একই রকম বাগধারা : পুঁটি মাছের প্রাণ (যা সহজে মরে যায়)

খয়ের খাঁ* চাটুকার খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা

*সমার্থক বাগধারা : ঢাকের কাঠি

গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গায়ে ফুঁ দিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা
গদাই লস্করি চাল অতি ধীর গতি, আলসেমি গুরু মারা বিদ্যা যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গণেশ উল্টানো উঠে যাওয়া, ফেল মারা গোকুলের ষাঁড় স্বেচ্ছাচারী লোক
গলগ্রহ পরের বোঝা স্বরূপ থাকা গোঁয়ার গোবিন্দ নির্বোধ অথচ হঠকারী
গরিবের ঘোড়া রোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা গোল্লায় যাওয়া নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গরমা গরম টাটকা গোবর গণেশ মূর্খ
গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব গোলক ধাঁধা দিশেহারা
গরু খোঁজা তন্ন তন্ন করে খোঁজা গোঁফ খেজুরে নিতান্ত অলস
গরু মেরে জুতা দান বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ গোড়ায় গলদ শুরুতে ভুল
গাছে কাঁঠাল গোঁফে তেল প্রাপ্তির আগেই আয়োজন গৌরচন্দ্রিকা ভূমিকা
গা ঢাকা দেওয়া আত্মগোপন গৌরীসেনের টাকা বেহিসাবী অর্থ
গায়ে কাঁটা দেওয়া রোমাঞ্চিত হওয়া গুড়ে বালি আশায় নৈরাশ্য
গাছে তুলে মই কাড়া সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা

ঘোড়ার ডিম অবাস্তব ঘাটের মরা অতি বৃদ্ধ
ঘোড়া রোগ সাধ্যের অতিরিক্ত সাধ ঘটিরাম আনাড়ি হাকিম
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নিজ খরচে পরের বেগার খাটা
ঘোড়ার ঘাস কাটা অকাজে সময় নষ্ট করা ঘর ভাঙানো সংসার বিনষ্ট করা

চুনকালি দেওয়া কলঙ্ক চক্ষুদান করা চুরি করা
চশমখোর চক্ষুলজ্জাহীন চক্ষুলজ্জা সংকোচ
চর্বিত চর্বণ পুনরাবৃত্তি চোখের বালি চক্ষুশূল
চাঁদের হাট আনন্দের প্রাচুর্য চোখের পর্দা লজ্জা
চিনির বলদ ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয় চোখ কপালে তোলা বিস্মিত হওয়া
চামচিকের লাথি নগণ্য ব্যক্তির কটূক্তি চোখ টাটানো ঈর্ষা করা
চিনির পুতুল শ্রমকাতর চোখে ধুলো দেওয়া প্রতারণা করা
চুঁনোপুটি নগণ্য চোখের চামড়া লজ্জা
চুলোয় যাওয়া ধ্বংস চোখের মণি প্রিয়

চিনে/ছিনে জোঁক (নাছোড়বান্দা)

ছ কড়া ন কড়া সস্তা দর ছক্কা পাঞ্জা বড় বড় কথা বলা
ছা পোষা অত্যন্ত গরিব ছিঁচ কাদুনে অল্পই কাঁদে এমন
ছাই ফেলতে ভাঙা কুলা সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি ছিনিমিনি খেলা নষ্ট করা
ছেলের হাতের মোয়া সামান্য বস্তু ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু
ছুঁচো মেরে হাত গন্ধ করা নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন

জগাখিচুড়ি পাকানো গোলমাল বাধানো জলে কুমির ডাঙায় বাঘ* উভয় সঙ্কট
জিলাপির প্যাঁচ কুটিলতা

*সমার্থক বাগধারা : উভয় সঙ্কট, শাঁখের করাত

ঝড়ো কাক বিপর্যস্ত ঝাঁকের কৈ এক দলভুক্ত
ঝিকে মেরে বউকে বোঝানো একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান ঝোপ বুঝে কোপ মারা সুযোগ মত কাজ করা

টনক নড়া চৈতন্যোদয় হওয়া টেকে গোঁজা আত্মসাৎ করা
টাকার কুমির ধনী ব্যক্তি টুপভুজঙ্গ নেশায় বিভোর

ঠাঁট বজায় রাখা অভাব চাপা রাখা ঠুঁটো জগন্নাথ অকর্মণ্য
ঠোঁট কাটা বেহায়া ঠেলার নাম বাবাজি চাপে পড়ে কাবু
ঠগ বাছতে গাঁ উজাড় আদর্শহীনতার প্রাচুর্য

ডুমুরের ফুল দুর্লভ বস্তু ডান হাতের ব্যাপার* খাওয়া
ডাকের সুন্দরী খুবই সুন্দরী ডামাডোল গণ্ডগোল
ডুমুরের ফুল** দুর্লভ

*একই রকম বাগধারা : বাঁ হাতের ব্যাপার- ঘুষ গ্রহণ

**সমার্থক বাগধারা : অমাবস্যার চাঁদ

ঢাক ঢাক গুড় গুড় গোপন রাখার চেষ্টা ঢেঁকির কচকচি বিরক্তিকর কথা
ঢাকের কাঠি* মোসাহেব, চাটুকার ঢি ঢি পড়া কলঙ্ক প্রচার হওয়া
ঢাকের বাঁয়া অপ্রয়োজনীয় ঢিমে তেতালা মন্থর

*সমার্থক বাগধারা : খয়ের খাঁ

তালকানা বেতাল হওয়া তুলসী বনের বাঘ ভণ্ড
তাসের ঘর ক্ষণস্থায়ী তুলা ধুনা করা দুর্দশাগ্রস্ত করা
তামার বিষ অর্থের কু প্রভাব তুষের আগুন দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
তালপাতার সেপাই ক্ষীণজীবী তীর্থের কাক* প্রতীক্ষারত
তিলকে তাল করা বাড়িয়ে বলা

*একই রকম বাগধারা : ভূশণ্ডির কাক- দীর্ঘজীবী

থ বনে যাওয়া স্তম্ভিত হওয়া থরহরি কম্প ভীতির আতিশয্যে কাঁপা

দা-কুমড়া* ভীষণ শত্রুতা দেঁতো হাসি কৃত্তিম হাসি
দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক দাদ নেওয়া প্রতিশোধ নেয়া
দুধে ভাতে থাকা খেয়ে-পড়ে সুখে থাকা দুকান কাটা বেহায়া
দিনকে রাত করা সত্যকে মিথ্যা করা দুধের মাছি সু সময়ের বন্ধু
দু মুখো সাপ দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী

*সমার্থক বাগধারা : অহি-নকুল সম্বন্ধ

ধরাকে সরা জ্ঞান করা সকলকে তুচ্ছ ভাবা ধর্মের কল বাতাসে নড়ে সত্য গোপন থাকে না
ধড়া-চূড়া সাজপোশাক ধর্মের ষাঁড় যথেচ্ছাচারী
ধরাকে সরা জ্ঞান করা অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা ধরি মাছ না ছুঁই পানি কৌশলে কার্যাদ্ধার

ননীর পুতুল শ্রমবিমুখ নামকাটা সেপাই* কর্মচ্যূত ব্যক্তি
নয় ছয় অপচয় নথ নাড়া গর্ব করা
নাটের গুরু মূল নায়ক নেই আঁকড়া একগুঁয়ে
নাড়ি নক্ষত্র সব তথ্য নগদ নারায়ণ কাঁচা টাকা/ নগদ অর্থ
নিমক হারাম অকৃতজ্ঞ নেপোয় মারে দই ধূর্ত লোকের ফল প্রাপ্তি
নিমরাজি প্রায় রাজি

*একই রকম বাগধারা : তালপাতার সেপাই- ক্ষীণজীবী

পটল তোলা মারা যাওয়া পুঁটি মাছের প্রাণ* যা সহজে মরে যায়
পগার পার আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া পুরোনো কাসুন্দি ঘাঁটা বড় রকমের চুরি
পটের বিবি সুসজ্জিত পুকুর চুরি পুরোনো প্রসঙ্গে কটাক্ষ করা
পত্রপাঠ অবিলম্বে/সঙ্গে সঙ্গে পোঁ ধরা অন্যকে দেখে একই কাজ করা
পালের গোদা দলপতি পোয়া বারো অতিরিক্ত সৌভাগ্য
পাকা ধানে মই অনিষ্ট করা প্রমাদ গোণা ভীত হওয়া
পাখিপড়া করা বার বার শেখানো পায়াভারি অহঙ্কার
পাততাড়ি গুটানো জিনিসপত্র গোটানো পরের মাথায় কাঁঠাল ভাঙা অপরকে দিয়ে কাজ উদ্ধার
পাথরে পাঁচ কিল সৌভাগ্য পরের ধনে পোদ্দারি অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়

*একই রকম বাগধারা : কৈ মাছের প্রাণ- যেটি সহজে মরে না

ফপর দালালি অতিরিক্ত চালবাজি ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া অল্পে কাতর
ফুলবাবু বিলাসী ফোড়ন দেওয়া টিপ্পনী কাটা
ফেউ লাগা আঠার মতো লেগে থাকা

বক ধার্মিক ভণ্ড সাধু বাজখাঁই গলা অত্যন্ত কর্কশ ও উঁচু গলা
বইয়ের পোকা খুব পড়ুয়া বাড়া ভাতে ছাই অনিষ্ট করা
বগল বাজানো আনন্দ প্রকাশ করা বায়াত্তরে ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
বজ্র আঁটুনি ফসকা গেরো সহজে খুলে যায় এমন বিদ্যার জাহাজ অতিশয় পণ্ডিত
বসন্তের কোকিল সুদিনের বন্ধু বিশ বাঁও জলে সাফল্যের অতীত
বিড়াল তপস্বী ভণ্ড সাধু বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বিপদ
বর্ণচোরা আম কপট ব্যক্তি বাঘের দুধ দুঃসাধ্য বস্তু
বরাক্ষরে অলক্ষুণে বাঘের চোখ দুঃসাধ্য বস্তু
বাজারে কাটা বিক্রি হওয়া বিসমিল্লায় গলদ শুরুতেই ভুল
বালির বাঁধ অস্থায়ী বস্তু বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ
বাঁ হাতের ব্যাপার* ঘুষ গ্রহণ ব্যাঙের আধুলি সামান্য সম্পদ
বাঁধা গৎ নির্দিষ্ট আচরণ ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা

*একই রকম বাগধারা : ডান হাতের ব্যাপার- খাওয়া

ভরাডুবি সর্বনাশ ভাঁড়ে ভবানী নিঃস্ব অবস্থা
ভস্মে ঘি ঢালা নিষ্ফল কাজ ভূতের ব্যাগার অযথা শ্রম
ভাদ্র মাসের তিল প্রচণ্ড কিল ভূঁই ফোড় হঠাৎ গজিয়ে ওঠা
ভানুমতীর খেল অবিশ্বাস্য ব্যাপার ভিজে বিড়াল কপটাচারী
ভাল্লুকের জ্বর ক্ষণস্থায়ী জ্বর ভূশন্ডির কাক* দীর্ঘজীবী

*একই রকম বাগধারা : তীর্থের কাক- প্রতীক্ষারত

মগের মুল্লুক অরাজক দেশ মুখে দুধের গন্ধ অতি কম বয়স
মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন মুস্কিল আসান নিষ্কৃতি
মন না মতি অস্থির মানব মন মেনি মুখো লাজুক
মড়াকান্না উচ্চকণ্ঠে শোক প্রকাশ মাকাল ফল অন্তঃসারশূণ্য
মাছের মায়ের পুত্রশোক কপট বেদনাবোধ মিছরির ছুরি মুখে মধু অন্তরে বিষ
মশা মারতে কামান দাগা সামান্য কাজে বিরাট আয়োজন মুখে ফুল চন্দন পড়া শুভ সংবাদের জন্য ধন্যবাদ
মুখ চুন হওয়া লজ্জায় ম্লান হওয়া মেছো হাটা তুচ্ছ বিষয়ে মুখরিত

যক্ষের ধন কৃপণের ধন যমের অরুচি যে সহজে মরে না

রত্নপ্রসবিনী সুযোগ্য সন্তানের মা রাবণের গুষ্টি বড় পরিবার
রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি রায় বাঘিনী উগ্র স্বভাবের নারী
রাবণের চিতা চির অশান্তি রাজ যোটক উপযুক্ত মিলন
রাশভারি গম্ভীর প্রকৃতির রাহুর দশা দুঃসময়
রাই কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ রুই-কাতলা পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
রাজা উজির মারা আড়ম্বরপূর্ণ গালগল্প

লগন চাঁদ ভাগ্যবান লাল বাতি জ্বালা দেউলিয়া হওয়া
ললাটের লিখন অমোঘ ভাগ্য লাল হয়ে যাওয়া ধনশালী হওয়া
লাল পানি মদ লেজে গোবরে বিশৃঙ্খলা
লেফাফা দুরস্ত বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি

শকুনি মামা কুটিল ব্যক্তি শিরে সংক্রান্তি বিপদ মাথার ওপর
শাঁখের করাত* দুই দিকেই বিপদ শুয়ে শুয়ে লেজ নাড়া আলস্যে সময় নষ্ট করা
শাপে বর অনিষ্টে ইষ্ট লাভ শরতের শিশির সুসময়ের বন্ধু
শিকায় ওঠা স্থগিত শত্রুর মুখে ছাই কুদৃষ্টি এড়ানো
শিঙে ফোঁকা মরা শ্রীঘর কারাগার
শিবরাত্রির সলতে একমাত্র সন্তান

*সমার্থক বাগধারা : উভয় সঙ্কট, জলে কুমির ডাঙায় বাঘ

ষোল কলা পুরোপুরি ষাঁড়ের গোবর অযোগ্য
ষোল আনা

সবুরে মেওয়া ফলে ধৈর্যসুফল মিলে সাতেও নয়, পাঁচেও নয় নির্লিপ্ত
সরফরাজি করা অযোগ্য ব্যক্তির চালাকি সাপের পাঁচ পা দেখা অহঙ্কারী হওয়া
সাত খুন মাফ অত্যধিক প্রশ্রয় সোনায় সোহাগা উপযুক্ত মিলন
সাত সতের নানা রকমের সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক
সাপের ছুঁচো গেলা অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা সখাত সলিলে* ঘোর বিপদে পড়া
সেয়ানে সেয়ানে চালাকে চালাকে সব শেয়ালের এক রা ঐকমত্য
সবে ধন নীলমণি একমাত্র অবলম্বন

*সমার্থক বাগধারা : অকূল পাথারে

হাটে হাঁড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করা হাতের পাঁচ শেষ সম্বল
হাতটান চুরির অভ্যাস হীরার ধার অতি তীক্ষ্ণবুদ্ধি
হ য ব র ল বিশৃঙ্খলা হোমরা চোমরা গণ্যমান্য ব্যক্তি
হাতুড়ে বদ্যি আনাড়ি চিকিৎসক হিতে বিপরীত উল্টো ফল
হরিলুট অপচয় হাড় হদ্দ নাড়ি নক্ষত্র/সব তথ্য
হস্তীমূর্খ বুদ্ধিতে স্থূল হালে পানি পাওয়া সুবিধা করা
হাড়ে দুর্বা গজানো অত্যন্ত অলস হওয়া হাড় হাভাতে মন্দভাগ্য
হরি ঘোষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ

পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-২

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৭

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৮

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৯

এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান

   
   

0 responses on "সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved