বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।
অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।
যেমন- হীরক দেশের রাজা- হীরকরাজ
এখানে হীরকরাজ- শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা- এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে ।
অর্থাৎ, হীরক দেশের রাজা- তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল- হীরকরাজ ।
কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ
এসএসসি (ssc) বা মাধ্যমিকি এইচ.এস.সি,দাখিল, আলিম, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ বাক্য সংকোচনে এমন সব দুর্লভ বাক্য সংকোচন করা হয় যেটি খুঁজে পাওয়া মুশকিল। ইশিখন.কম আপনাদের জন্য সকল বই, অনলাইন এবং বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে খুজে বের করেছে সকল বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। বিগত সকল পরীক্ষায় এই বাক্য সংকোচনগুলো কমন পড়েছে।
পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:
সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-১
সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-২
সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-৩
সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-৪
0 responses on "সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-১"