বর্তমানে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে এই অফ-পেজের বিভিন্ন অংশের বা পুরো অফ-পেজের কাজও পাওয়া যায় এবং এসব কাজের চাহিদাও রয়েছে। অফ-পেজ এসইওর কাজ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এবং এর কাজও সাধারণত অনেক দিনের জন্য হয়ে থাকে।
অফ-পেজ এসইও কে মূলত আমরা আমাদের সাইটের প্রচার/প্রচারণার জন্য ব্যবহার করে থাকি। আসুন, তাহলে আমরা অফ-পেজ এসইও এর কিছু অংশ নিয়ে আলোচনা করি। এখানে কিভাবে আপনি অফ-পেজ এসইও করতে পারবেন তার ৭ টি কার্যকরী পদ্ধতি দেয়া হল। পরের পর্বে আমরা আরও ৭ টি নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব।
নাম্বার ১ঃ সোশ্যাল শেয়ার : বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (যেমন : ফেসবুক, টুইটার, গুগল বিজনেস পেজ ইত্যাদি) শেয়ারের মাধ্যমে আপনার সাইটের বা বিজনেসের প্রচারণা করতে পারবেন এবং এটি অনেক সক্রিয় একটি মাধ্যম কাঙ্ক্ষিত ট্রাফিক পাওয়ার জন্য। আপনি আপনার সাইটের আপডেটগুলো যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে এটি আপনার সাইটের জন্য গুরুত্বপূর্ণ সোশ্যাল সিগন্যাল বহন করবে, যেটি গুগলের অনেক র্যাংকিং ফ্যাক্টরের মধ্যে অন্যতম।
নাম্বার ২ঃ ডিরেক্টরি সাবমিশন : বর্তমানে অনেকে এ কথা বলে থাকেন, ডিরেক্টরি সাবমিশন এখন আর কার্যকর নয়। তবে আমি এ কথার সঙ্গে একমত নই। আমার মতে, ডিরেক্টরি সাবমিশন এখনো আপনার সাইটের জন্য অনেক কার্যকর। আপনি যদি ভালো মানের ডিরেক্টরি সাইটে আপনার সাইটটি লিস্টেড করাতে পারেন, তাহলে সেটি আপনার সাইটের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করবে। ইয়াহুর DMOZ ডিরেক্টরির মধ্যে অন্যতম।
নাম্বার ৩ঃ ফটো শেয়ারিং : ফটো শেয়ারিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম আপনার সাইটের প্রচারণার জন্য। ইউজারের সঙ্গে আপনার সাইটের ফটো শেয়ার করলে তারা এতে লাইক দেবে, কমেন্ট করবে। এতে করে আপনার সাইটের পরিচিতি বাড়বে। Flickr, Picasa, Photo Bucket এগুলো মানসম্মত ফটো শেয়ারিং সাইট।
নাম্বার ৪ঃ আর্টিকেল সাবমিশন : আপনি বিভিন্ন জনপ্রিয় বিষয়ের ওপর আর্টিকেল লিখে বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইট, যেমন : Ezine, Go Articles, Now Public ইত্যাদিতে সাবমিট করতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনার আর্টিকেলটি অবশ্যই মানসম্মত ও ইউনিক হতে হবে। তাহলে এ আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য মানসম্মত ব্যাকলিংকের পাশাপাশি ভিজিটরও পাবেন।
নাম্বার ৫ঃ প্রেস রিলিজ : আপনি যদি কোনো বিজনেস বা সেবা দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার সাইটের জন্য বিভিন্ন প্রেস রিলিজ সাইটে (যেমন : Open PR, PR Leap ইত্যাদি) প্রেস রিলিজের মাধ্যমে আপনার সাইটের প্রচারণা চালাতে পারবেন।
নাম্বার ৬ঃ ডকুমেন্ট শেয়ারিং : এমন অনেক প্রসিদ্ধ ডকুমেন্ট শেয়ারিং সাইট রয়েছে, যেমন : Google Docs, Slide Share ইত্যাদি সাইটে গিয়ে বিভিন্ন ডকুমেন্ট বা স্লাইড শেয়ার করে আপনার সাইটের পরিচিতি বা জনপ্রিয়তা বাড়াতে পারবেন।
নাম্বার ৭ঃ গেস্ট ব্লগিং : গেস্ট ব্লগিং এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন সাইট ওনার/মালিক তার সাইটে অন্যদের আর্টিকেল লেখার অনুমতি দিয়ে থাকে। কিন্তু এখানে আপনি যে আর্টিকেলটি সাবমিট করবেন, সেটি সাইট ওনার/মালিক আগে চেক করে দেখবেন যে এটি কপি করা কোনো লেখা কি না বা এটি মানসম্মত কি না। তার পর সে তার সাইটে আপনার লেখাটি পাবলিশ করবে। তবে এভাবে আপনি অনেক ভালো মানের ব্যাকলিংক পেতে পারেন।