
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ১১০
1091. কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি ?
- দুটি
- তিনটি
- চারটি
- পাচঁটি
1092. PDA কোন ধরনের কম্পিউটার ?
1093. যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেয়া হয় তাকে কী বলে ?
- ইনপুট
- আউটপুট
- ইনপুট ডিভাইস
- আউটপুট ডিভাইস
1094. কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-
- কম্পিউটার নষ্ট হয়ে গেছে
- সিপিইউতে গোলমাল হয়েছে
- ডাটা ইনপুট করায় ভুল হয়েছে
- কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে
1095. ফ্লপি ডিস্ক হচ্ছে –
- একটি অর্ধ-পরিবাহী স্মৃতি
- একটি প্রধান স্মৃতি
- হার্ডডিস্কের চেয়ে ছোট
- একটি শুধু গঠন স্মৃতি
1096. In General , which letter is considered for hard disk drive ?
- A
- B
- C
- D
1097. What does RAM Stand for ?
- Read Access Model
- Random Access Memory
- Random Actress Model
- Rapid Action Memory
1098. কোন কম্পিউটার মেমোরী কখনো স্মৃতিভ্রংশ হয় না ?
- ROM
- RAM
- PROM
- EPROM
1099. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?
- হার্ডওয়্যার
- সফটওয়্যার
- ROM
- RAM
1100. কম্পিউটার RAM কি ?
- বুদ্ধি বিবেচনা শক্তি
- নির্ভুল কাজ করার ক্ষমতা
- স্মৃতিশক্তি
- দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ১১১
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ১১২
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ১১৩