
bcs-computer-basic – বিসিএস – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 51
501. মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইন্টিকে বলা হয়?
- টাইটেল বার
- স্ক্রসবার
- মেনু বার
- টুল বার
502. নিচের কোনটি কোনো ফন্টের নাম নয়?
- বিজয়
- সোলায়মান লিপি
- এরিয়াল
- সুতনী
503. কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরণের মেমোরি?
- প্রাথমিক মেমোরি
- হার্ড কাপল মেমোরি
- প্রধান মেমোরি
- সহায়ক মেমোরি
504. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?
505. মাইক্রোসফট ওয়ার্ডের কার্যরত ডকুমেন্টকে একটি নতুন নামে সংরক্ষন কমান্ড হল___?
- File>Save
- File> Save as
- Format>Save
- Format> Save as
506. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে____?
- স্প্রেডশিট
- ওয়ার্কশিট
- ক্যাল্কুলেশন
- ওয়ার্ক স্প্রেডশিট
507. মাইক্রোসফট ওয়ার্ডে Crtl+Home কীবোর্ড কমান্ড দিলে কার্সর(Cursor) কোথায় যাবে?
- বর্তমান পৃষ্ঠায় শুরুতে
- পূর্ববর্তী পৃষ্ঠার শুরুতে
- পূর্ববর্তী লাইনে
- ডকুমেন্টের শুরুতে
508. Which memory allocation policy allocates the largest hole to the process?
- Best-Fit
- Worst-Rt
- First-Fit
- None of them
509. Which of the following refers to the correctness and completeness of the data in a database?
- Data security
- Data integrity
- Data constraint
- Data independence
510. Data access time depends on:
- Seek time
- Rotational delay
- Operating frequency
- All of them
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।