শিক্ষার্থীদের এবং ইনফোনেট এর ৩২০০০+ মেম্বারের অনুরোধে অবশেষে আমরা আমাদের কোর্সের উপর ভিত্তি করে টিউটোরিয়াল বানিয়েছি। অত্যন্ত সহজ, সাবলীল ভাষায় তৈরী ভিডিও টিউটোরিয়ালগুলো আপনি বাজারের চলমান অন্যান্য টিউটোরিয়ালের সাথে তুলনা করে দেখতে পারেন। দক্ষ, অভিজ্ঞ, পেশাদারী এবং সৃজনশীল/ক্রিয়েটিভ তরুণ কর্তৃক প্রতিটি টিউটোরিয়াল অল্পকথায় সবকটি বিষয় তুলে ধরা হয়েছে।
প্রতিটি সিডির আলাদা আলাদা কন্টেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক কর
এছাড়া এমন কিছু কমন কন্টেন্ট যেটি প্রতিটি সিডিতে রয়েছে।
আরো দেখুন:ওয়েব ডিজাইন জানতে হলে কি কি শিখতে হবে?
- প্রতিটি সিডিতে রয়েছে, আমাদের ক্লাস ভিত্তিক লেসন, আমাদের অনলাইন ট্রেনিং এ যে ক্লাস হয়, সে ক্লাস অনুযায়ী ভাগ করা হয়েছে।
- ক্লাস ছাড়াও কিছু এডভান্স টিউটোরিয়াল দেওয়া হয়েছে যাতে করে আপনারা প্রচুর প্রাকটিজ করতে পারেন।
- আছে অনেকগুলো লাইভ প্রজেক্ট যাতে করে আপনারা কাজ গুলো বাস্তবিকভাবেই সফলভাবে এবং প্রফেশনালী করতে পারেন।
- প্রতিটি সিডিতে রয়েছে আমাদের ক্লাসের সিলেবাস সমুহ, যাতে করে আপনারা কোনটির পর কোনটি শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, তা বুঝতে পারেন।
- প্রতিটি সিডিতে রয়েছে আমাদের ক্লাসের লেকচারশীট সমুহ, যাতে ভিডিওর পাশাপাশি আপনারা পড়েও বুঝতে পারেন।
- প্রতিটি ক্লাস/লেকচারের সোর্সফাইলসহ আছে প্রচুর পরিমাণ উদাহরণ, এসাইনমেন্ট, প্রাকটিজ ফাইল আমাদের শিক্ষার্থীদের করা সলভ ফাইল, প্রাকটিজ ফাইল।
- প্রতিটি সিডিতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের আপডেট সফ্টওয়্যার/ভাসর্ন সমুহের ব্যবহার এবং সহজে কাজ করার কৌশল।
আরো দেখুন:ওয়েব ডিজাইনের চাহিদা
ওয়েব সিডিতে যেটি যা রয়েছে:
* এইচটিএমএল এর উপর মোট ৬টি ক্লাস, প্রতিটি ক্লাস এক থেকে ১.৩০ ঘন্টা।
*শুরু থেকে এডভান্স এইচটিএমএল এর বেসিক থেকে এডভান্স প্রতিটি লেসন পার্ট বাই পার্ট হাতে লিখে (কপি-প্যাস্ট নয়) উদাহরণসহ বোঝানো হয়েছে।
*শুধুমাত্র এইচটিএমএর এর উপর পাবেন। শুধু এইচটিএমএল এর উপর পাবেন ৪০০+ মিনিটের ভিডিও।
* একইভাবে সিএসএস এর উপর রয়েছে ৬টি ক্লাস।
* রয়েছে অনেগুলো পিএসডি টু এইচটিএমএল, অর্থাৎ পুর্ণাঙ্গ সাইট তৈরীর ভিডিও।
* Webcoachbd & W3schools এর পুর্ণাঙ্গ সাইটের অফলাইন ভার্সন।
* রেসপন্সিভ ডিজাইনের উপর একটি পুর্ণাঙ্গ সিরিজ।
আরো দেখুন: কিভাবে ওয়েব ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করবেন-
* টুইটার বুটস্ট্যাপ এর ১১ টি ধাপ/পুর্ণাঙ্গ সিরিজ।
* ভিডিও এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্য করা লেকচারশীটসমুহ (পিডিএফ/ইবুক আকারে)।
আরো দেখুন:ওয়েব ডিজাইন কেন শিখবেন?
* আমাদের বিগত ব্যাচের শিক্ষার্থীদের প্রাকটিজ ফাইল এবং এসাইনমেন্ট।
* তাছাড়া দেওয়া হয়েছে, অনেকগুলো রেসপন্সিভ প্রিমিয়াম টেমপ্লেট, যেগুলোর মাধ্যমে নতুন যেকেউ অনেক এট্রাক্টিভ এবং প্রফেশনাল লেভেলের সাইট তৈরী করতে পারে।
* প্রাকটিজের জন্যও দেওয়া হয়েছে প্রচুর পিএসডি সাইট টেমপ্লেট।