ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন বলতে বোঝায়, একটি ওয়েবসাইটকে সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি করা এবং ইউজার যেন সহজেই সাইটের বিভিন্ন পেইজ ব্রাউজ/নেভিগেইট করতে পারে তা নিশ্চিত করা।
এক্সপার্ট ওয়েব ডিজাইনার হতে চাইলে, ক্রিয়েটিভিটির পাশাপাশি টেকনিক্যাল নলেজও থাকা প্রয়োজন।
ওয়েব ডিজাইন কি কি শিখতে হয়?
- HTML & CSS
- Bootstrap
- PSD to HTML এ রূপান্তর।
- CSS3 অ্যানিমেশন
- Javascript & jQuery
- Hosting a website in server
- Responsive Web Design
নতুনদের জন্য ওয়েব ডিজাইন কোর্স কেমন হবে?
নতুনদের জন্য ওয়েব ডিজাইন কোর্সটি খুবই ভালো সিদ্ধান্ত হবে। ওয়েব ডিজাইন একটি জনপ্রিয় আইটি স্কিল যেখানে ক্যারিয়ার গ্রোথ খুবই ভালো। প্রচলিত চাকরির বাজারে ওয়েব ডিজাইনারের চাহিদা অনেক, আবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।
কোডিং জানি না, ওয়েব ডিজাইন কোর্স করে শিখতে পারবো?
ওয়েব ডিজাইন শেখার জন্য পূর্বের কোডিং নলেজ না থাকলেও চলবে। তবে আপনাকে বেসিক কম্পিউটার, ইন্টারনেট, ব্রাউজার ইত্যাদি সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে।
মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন কোর্স করে শিখতে পারবো?
মোবাইল দিয়ে আপনি অনলাইন কোর্স – এ অংশ নিতে পারবেন। ইন্টারনেটে সার্চ করে প্রয়োজনীয় আর্টিকেল বা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। কিন্ত লাইভ প্রাকটিস করতে হলে আপনার অবশ্যই একটি কম্পিউটারের প্রয়োজন পড়বে।
ওয়েব ডিজাইন কোর্স করে বা শিখে ফ্রিল্যান্সিং করা যাবে?
অবশ্যই, ফ্রিল্যান্সিং করা যাবে। এমনকি পড়াশুনা, চাকরি পাশাপাশিও ফ্রিল্যান্সিং করতে পারবেন।
মার্কেটপ্লেসের বাইরে কিভাবে ওয়েব ডিজাইন এর কাজ পেতে পারি?
মার্কেটপ্লেসের বাইরেও কাজ করে টাকা ইনকামের অনেক সুযোগ রয়েছে। দেশে বা দেশের বাইরের ক্লায়েন্ট থেকে সরাসরি কাজ পাওয়ার চান্স আছে।
ওয়েব ডিজাইন কীভাবে শিখবেন? ওয়েব ডিজাইন শেখার গুরুত্বপূর্ন কিছু গাইডলাইন।
ওয়েব ডিজাইনার হিসেবে আপনাকে সবসময় গুরুত্ব দিতে হবে ডিজাইনের বেসিক বিষয়গুলোর উপর, যেমন – ডিজাইন নলেজ (টাইপোগ্রাফি, কালার থিওরি, লেআউট, কম্পোজিশন, ইত্যাদি) এবং ইউজার বিহেভিয়ার। ওয়েব ডিজাইনের বেসিক কথা হলো- দেখতে আকর্ষণীয় এমন ওয়েবসাইট তৈরি করা এবং সেই সাথে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ডিজাইন করা।
১. Master HTML and CSS: ওয়েব ডিজাইনের জন্য প্রথম ও প্রধান স্কিল হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর উপর দক্ষতা অর্জন করা। HTML and CSS শিখতে খুব বেশি সময় লাগে না, কিন্তু নিয়মিত প্রাকটিস করতে হবে।
২. Understand User Experience (UX): ওয়েব ডিজাইন শুধু সুন্দর ওয়েবসাইট ডিজাইন করা নয়, সেই সাথে ঐ সুন্দর সাইটটি যাতে ইউজার ফ্রেন্ডলি হয় সেদিকেও নজর রাখতে হবে। একজন নতুন ডিজাইনার হিসেবে UX সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একটি নতুন ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ইউজারের কথা মাথায় রেখে ডিজাইন করতে হবে।
৩. Use a design software: অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে সহজেই ওয়েব ডিজাইন করা যায় এবং মকআপ তৈরি করে প্রিভিউ নেয়া যায়। কয়েকটি ওয়েব ডিজাইন সফটওয়্যার, যেমন- এডোবি ফটোশপ, স্কেচ, ফিগমা, ইত্যাদি এর যেকোনো একটি শিখে ওয়েব ডিজাইনের টেমপ্লেট তৈরি করা যায়।
৪. Keep it Simple: একজন নতুন ডিজাইনার হিসেবে, ওয়েবসাইট খুব সহজ ও সাধারণভাবে তৈরি করা উচিত। ওয়েবসাইটে অতিরিক্তি এলিমেন্ট এর ব্যবহার না করাই ভালো, কারণ এতে সাইট ইউজার-ফ্রেন্ডলি থাকে না।
৫. Stay up-to-date with the latest web design trends: ওয়েব ডিজাইনে প্রতিনিয়ত আপডেট আসছে, তাই সবসময় নতুন নতুন ট্রেন্ড, টেকনোলজি এবং টেকনিকস শেখা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৬. Practice, Practice, Practice: যেকোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেই প্রাকটিসের কোনো বিকল্প নেই।প্রতিটি টপিক শেখার সাথে সাথে একাধিকবার প্রাকটিস করতে হবে। অন্যথায়, আজকে শিখবেন, আগামীকাল ভুলে যাবেন।
আপনার পছন্দ অনুযায়ী ইশিখনের ওয়েব ডিজাইন কোর্স বা সেমিনারে রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্কগুলো ফলো করুন-
Web Design FREE Course: https://eshikhon.com/free-courses/
Web Design & Development FREE Seminar: https://eshikhon.com/seminar/
Web Design Online Course: https://eshikhon.com/course/web-design/
Web Design Offline Course: https://eshikhon.com/course/complete-web-design-html-css-javascript-and-jquery/
***পেইড কোর্সে ইশিখন দিচ্ছে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়!!!