গণমাধ্যম (রেডিও ও টেলিভিশন)

রেডিও

বাংলাদেশ বেতার:

প্রতিষ্ঠা/স্থাপন- ১৬ ডিসেম্বর ১৯৩৯

সদর দপ্তর- ঢাকার আগারগাঁও

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র- চট্টগ্রামের কালুরঘাটে

বাংলাদেশ বেতারের পূর্বনাম- রেডিও বাংলাদেশ (১৯৭৫-১৯৯৬)

প্রথম এফএম চ্যানেল- রেডিও টুডে

মোট এফএম চ্যানেল- ৪টি (রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও আমার, রেডিও এবিসি)

সর্বশেষ এফএম রেডিও চ্যানেল- রেডিও এবিসি (৭ জানুয়ারি ২০০৯)

বিশ্বের গণমাধ্যমঃ

বিশ্বে স্বনামধন্য গণমাধ্যমগুলোর মধ্যে অন্যতম হলো:

১। আল-জাজিরা হলো- কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ।
২। CNN এর পূর্ণরুপ- Cable News Network.
৩। ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা- রাশিয়া ।

বিশ্বের সকল গণমাধ্যম দেখতে এখানে যান: বিশ্বের গণমাধ্যম

 

টেলিভিশন:

বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়- ১৯৬৪ সালে

সদর দপ্তর/প্রধান কার্যালয়- রামপুরা
বিটিভির প্রথম শিল্পী- ফেরদৌসী রহমান

প্রথম প্রচারিত নাটক- একতলা দোতলা

রঙিন টেলিভিশন চালু হয়- ১৯৮০ সালে

পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র- ২টি (ঢাকার রামপুরা ও চট্টগ্রাম)

রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৭৫

চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৯৬

সম্প্রচার কেন্দ্র- ১৭টি

বিশ্বে বিটিভির সম্প্রচার কার্য পরিচালনার জন্য চ্যানেল- বিটিভি ওয়ার্ল্ড

সংসদ কার্যক্রম সম্প্রচারের জন্য বিটিভির নতুন চ্যানেল- বিটিভি সংসদ

তথ্যসূত্র : www.betar.org.bd

www.btv.gov.bd

গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি

১) সরকারি টিভি চ্যানেল ৩টি
২) বেসরকারি টিভি চ্যানেল ৪১টি
৩) দৈনিক প্রকাশিত পত্রিকা ৯০২টি
আগামীর বাংলাদেশ
১) বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত ঘোষণা করা হবে ২০২০ সালের মধ্যে।
২) ৬ষ্ঠ আদমশুমারি হবে ২০২১ সালে।
৩) সবার জন্য বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে।

সাধারণ জ্ঞান সকল অধ্যায় দেখতে এখানে যান

আরো পড়ুনঃ

গণমাধ্যম সংশ্লিষ্ঠ বিষয়াদি

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা

ঘুষ ও গণমাধ্যম নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য

 

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline