সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-১

বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।

অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।

যেমন- হীরক দেশের রাজা- হীরকরাজ

এখানে হীরকরাজ- শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা- এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে ।

অর্থাৎ, হীরক দেশের রাজা- তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল- হীরকরাজ ।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ

এসএসসি (ssc) বা মাধ্যমিকি এইচ.এস.সি,দাখিল, আলিম, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ বাক্য সংকোচনে এমন সব দুর্লভ বাক্য সংকোচন করা হয় যেটি খুঁজে পাওয়া মুশকিল। ইশিখন.কম আপনাদের জন্য সকল বই, অনলাইন এবং বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে খুজে বের করেছে সকল বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। বিগত সকল পরীক্ষায় এই বাক্য সংকোচনগুলো কমন পড়েছে।

ক্রমিক নাম ইশিখন.কম উত্তর
1 অকালে পেকেছে যে অকালপক্ক্ব
2 অক্ষির সম্মুখে বর্তমান প্রত্যক্ষ
3 অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ
4 অহংকার নেই যার নিরহংকার
5 অশ্বের ডাক হ্রেষা
6 অতি কর্মনিপুণ ব্যক্তি দক্ষ
7 অনুসন্ধান করবার ইচ্ছা অনুসন্ধিৎসা
8 অনুসন্ধান করতে ইচ্ছুক যে অনুসন্ধিৎসু
9 অপকার করবার ইচ্ছা অপচিকীর্ষা
10 অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমৃষ্যকারী
11 অতি শীতও নয়, অতি উষ্ণও নয় নাতিশীতোষ্ণ
12 অবশ্য হবে/ঘটবে যা অবশ্যম্ভাবী
13 অতি দীর্ঘ নয় যা নাতিদীর্ঘ
14 অতিক্রম করা যায় না যা অনতিক্রমনীয়/অনতিক্রম্য
15 যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য
16 অগ্রে জন্মেছে যে অগ্রজ
17 অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে অনুজ
18 অরিকে দমন করে যে অরিন্দম
19 অন্য উপায় নেই যার অনন্যোপায়
20 অনেকের মাঝে একজন অন্যতম
21 অন্য গাছের ওপর জন্মে যে গাছ পরগাছা
22 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ
23 আপনাকে কেন্দ্র করে চিন্তা যার আত্মকেন্দ্রীক
24 আকাশে চরে যে খেচর
25 আকাশে গমন করে যে বিহগ, বিহঙ্গ
26 আট প্রহর যেটি পরা যায় আটপৌরে
27 আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা
28 আয় অনুসারে ব্যয় করে যে মিতব্যয়ী
29 আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতম্মন্য
30 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত
31 ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক
32 ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি ইতিহাসবেত্তা
33 ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ
34 ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়ি
35 ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক
36 ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক
37 ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার আঁষটে
38 উপকার করবার ইচ্ছা উপচিকীর্ষা
39 উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ
40 উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
41 উপকারীর অপকার করে যে কৃতঘ্ন
42 একই সময়ে বর্তমান সমসাময়িক
43 একই মায়ের সন্তান সহোদর
44 এক থেকে আরম্ভ করে একাদিক্রমে
45 একই গুরুর শিষ্য সতীর্থ
46 কথায় বর্ণনা যায় না যা অনির্বচনীয়
47 কোনভাবেই নিবারণ করা যায় না যা অনিবার্য
48 সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা দুর্নিবার
49 সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা দুর্লভ
50 কোন কিছুতেই ভয় নেই যার নির্ভীক, অকুতোভয়
51 ক্ষমার যোগ্য ক্ষমার্হ
52 কউ জানতে না পারে এমনভাবে অজ্ঞাতসারে
53 গোপন করার ইচ্ছা জুগুপ্সা
54 চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ
55 চৈত্র মাসের ফসল চৈতালি
56 জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত
57 জানার ইচ্ছা জিজ্ঞাসা
58 জানতে ইচ্ছুক জিজ্ঞাসু
59 জ্বল জ্বল করছে যা জাজ্বল্যমান
60 জয় করার ইচ্ছা জিগীষা
61 জয় করতে ইচ্ছুক জিগীষু
62 জানু পর্যন্ত লম্বিত আজানুলম্বিত
63 তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী
64 তীর ছোঁড়ে যে তীরন্দাজ
65 দিনে যে একবার আহার করে একাহারী
66 দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান
67 দু’বার জন্মে যে দ্বিজ
68 নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর
69 নদী মেখলা যে দেশের নদীমেখলা
70 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক
71 নিজেকে যে বড়ো মনে করে হামবড়া
72 নূপুরের ধ্বনি নিক্কণ
73 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক
74 প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা
75 পূর্বজন্ম স্মরণ করে যে জাতিস্মর
76 পান করার যোগ্য পেয়
77 পান করার ইচ্ছা পিপাসা
78 ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি
79 বিদেশে থাকে যে প্রবাসী
80 বিশ্বজনের হিতকর বিশ্বজনীন
81 ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ
82 বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি বৈজ্ঞানিক
83 বেদ-বেদান্ত জানেন যিনি বৈদান্তিক
84 বয়সে সবচেয়ে বড়ো যে জ্যেষ্ঠ
85 বয়সে সবচেয়ে ছোটো যে কনিষ্ঠ
86 ভোজন করার ইচ্ছা ‍বুভুক্ষা
87 মৃতের মত অবস্থা যার মুমূর্ষু
88 মুষ্টি দিয়ে যেটি পরিমাপ করা যায় মুষ্টিমেয়
89 মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময়
90 মর্মকে পীড়া দেয় যা মর্মন্তুদ
91 মাটি ভেদ করে ওঠে যা উদ্ভিদ
92 মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে ভাগাড়
93 মন হরণ করে যা মনোহর
94 মন হরণ করে যে নারী মনোহারিণী
95 যা দমন করা যায় না অদম্য
96 যা দমন করা কষ্টকর দুর্দমনীয়
97 যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার
98 যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব
99 যা বালকের মধ্যেই সুলভ বালকসুলভ
100 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্নলব্ধ
101 যা ঘুমিয়ে আছে সুপ্ত
102 যা বার বার দুলছে দোদুল্যমান
103 যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান
104 যা সাধারণের মধ্যে দেখা যায় না অনন্যসাধারণ
105 যা পূর্বে দেখা যায় নি অদৃষ্টপূর্ব
106 যা কষ্টে জয় করা যায় দুর্জয়
107 যা কষ্টে লাভ করা যায় দুর্লভ
108 যা অধ্যয়ন করা হয়েছে অধীত
109 যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় দুরধ্যয়
110 যা জলে চরে জলচর

পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:

সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-১

সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-২

সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-৩

সকল পরীক্ষার জন্য উপযোগী বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সাজেশন পর্ব-৪

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline