
এআয় কর অনলাইন এ । অনলাইন এ আর্ন করার আরও পদ্ধতি রয়েছে। এই পরবে আমরা সে সম্পর্কে আলোচনা করব।
গুগল অ্যাডসেন্স :
বাংলাদেশের অনেক মানুষই তাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে থাকে। এতে তারা তাদের সাইটে গুগলের দেওয়া বিজ্ঞাপন প্রদর্শন করে। আপনিও এ কাজটি কারে আপনার সাইটে গুগলের এনে দেওয়া বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থা করে রোজগার করতে পারেন। আপনার ওয়েবসাইট ভিজিট হলে বা বিজ্ঞাপনগুলোতে ক্লিক পড়লে আপনার একাউন্টে টাকা জমা হবে। আর এই জমার পরিমাণ ১০০ ডলার হলেই চেকের মাধ্যমে তা পাঠিয়ে দেয় গুগল। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরী। একই কম্পিউটার থেকে বেশি ক্লিক পড়লে গুগল আপনার অ্যাকাউন্ট বাতিল করে দেবে।
অ্যাপ্লিকেশন ডেভেলপিং:
অ্যাপ্লিকেশন ডেভেলপিং বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে। আপনার সাইটি যদি কোন অ্যাপ্লিকেশন আপলোড করা থাকে তবে তা অনেকেই ব্যবহার করবে। ফলে আপনার ভিজিটির বাড়বে। আর যত বেশি ভিজিটর ততই টাকা আপনার পকেটে আসবে। আর যদি আপনি বিভিন্ন ফেইসবুক অ্যাপস বা গেমস তৈরি করতে পারেন তবে তা কিনে নেবে ফেইসবুক। ফেইসবুক অ্যাপস বা গেমস ডেভেলপ করতে চাইলে ভিজিট করতে পারেন developers.facebook.com এই ঠিকানায়।
নিবন্ধ লিখে আয় রোজগার:
অনেক প্রতিষ্ঠান আছে যাদের লেখায় নিয়মিত আপডেট থাকতে হয়। এসব প্রতিষ্ঠানের জন্য নিবন্ধ বা আর্টিকেল লিখেও অনলাইনে আর্ন করা সম্ভব।শুভং নামে একটি ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল অ্যাডসেন্স মুনাফা ভাগ করে নেয়।
নিজের তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন:
অনেক অনলাইন ডিজাইনাররা তাদের প্রোজেক্টের জন্য উপযুক্ত ছবি খুঁজে থাকে। আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তবে তা অনলাইনে বিক্রি করেও টাকা অর্জন করতে পারেন। নিজের তোলা ছবি আই–স্টক–ফটোস ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যায়।
অনলাইনে টাকা পাওয়ার পদ্ধতি
এত কিছু তো গেল কিভাবে অনলাইনে টাকা আর্ন করা যায় তার উপায়। কিন্তু অনলাইনে উপার্জিত টাকা আপনি কিভাবে পাবেন? দেখে নিন এর উপায়।
চেকে টাকা পাওয়া:
এই ধরনের চেক এমন একটি চেক যেটি আপনি যেকোনো ব্যাংক থেকে ভাঙাতে পারবেন।
পেপ্যাল এর মাধ্যমে টাকা পাওয়া:
যদিও বাংলাদেশে এখন পর্যন্ত পেপ্যাল আসেনি তথাপি এটি একটি জনপ্রিয় মাধ্যম। শীঘ্রই এটি বাংলাদেশে এসে যাবে।
পাইওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টার কার্ড:
এটি বাংলাদেশে অনলাইনে টাকা পাওয়ার নতুন একটি মাধ্যম। আপনি যদি ওডোস্ক থেকে মাস্টার কার্ড পেয়ে থাকেন তবে তা দিয়ে টাকা তুলতে পারবেন।
মানিবুকারস থেকে টাকা প্রাপ্তি:
এটা অনেকটা ব্যাংকে একাউন্টের মতই। এটি বাংলাদেশে প্রচলিত আছে।
কত টাকা অনলাইনে আর্ন করা সম্ভব ?
অনলাইনে আর্ন আপনি কত টাকা করতে পারবেন তা আপনার মেধা, শ্রম ও দক্ষতার উপর নির্ভর করবে। চাইলে মাসে ৫০০০-১০০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। এমনকি এরও অনেক বেশি। তবে বেশি টাকা উপার্জন করতে চাইলে অবশ্যই নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি নিজের ইংরেজী ভাষার উপর দক্ষতা অনেক বেশি বাড়াতে হবে।