মোচা ও দানা পচা রোগ ভুট্টার ফলন,বীজের গুনাগুন ও খাদ্যমান কমিয়ে দেয়। বিভিন্ন প্রকার ছত্রাক যথা ডিপ্লোভিয়া মেডিস, ফিউজেরিয়াম মনিলিফরমি প্রভৃতি এ রোগ ঘটায়।
আক্রান্ত মোচার খোসা ও দানা বিবর্ন হয়ে যায়। দানা পুষ্ট হয় না, কুচকে অথবা ফেটে যায়। অনেক সময় মোচাতে বিভিন্ন দানার মাঝে বা উপরে ছত্রাকের উপস্থিতি খালি চোখেই দেখা যায়। ভুট্টা গাছে মোচা আসা থেকে পাকা পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকলে এ রোগের আক্রমন বাড়ে। পোকা বা পাখির আক্রমনে বা কান্ড পচা রোগের গাছ মাটিতে পড়ে গেলে এ রোগ ব্যাপকতা লাভ করে। এ রোগের জীবানু বীজ অথবা আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশে বেচে থাকে। একই জমিতে বার বার ভুট্টার চাষ করলে এ রোগ দ্রুত বিস্তার লাভ করে।
- প্রতিকার
১। এ রোগের প্রাদুর্ভাব এড়াতে একই জমিতে বার বার ভুট্টা চাষ করা ঠিক না ।
২। জমিতে পোকা ও পাখির আক্রমন রোধ করতে হবে ।
৩। ভুট্টা পেকে গেলে তারাতারি কেটে ফেলতে হবে ।
৪। কাটার পর ভুট্টার পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ।
আরও পড়ুনঃ
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন।
জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন।
জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন।
0 responses on "জেনে নিন ভুট্টার মোচা ও দানা পচা রোগ"