
এ রোগের আক্রমনে বাংলাদেশে প্রতি বছর বহু আলু নষ্ট হয়ে থাকে । ফিউজেরিয়াম প্রজাতির ছত্রাকের আক্রমনে এ রোগ হয়ে থাকে । আলুর গায়ে কিছুটা গভির কালো দাগ পড়ে । আলুর ভিতরে গর্ত হয়ে যায় । প্রথম পচন যদিও ভিজা থাকে পরে তা শুকিয়ে শুকিয়ে শক্ত হয়ে যায় । আক্রান্ত অংশে গোলাকার ভাজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায় ।
- প্রতিকার
১। আলু ভালোভাবে বাছাই করে সংরক্ষন করতে হবে ।
২।যথাযথ কিউরিং করে আলু গুদামজাত করতে হবে।
৩। ডাইথেন এম-৪৫ দ্রবন০.২ দ্বারা বীজআলু শোধন করতে হবে ।
৪। বস্তা, ঝুড়ি ওগুদামঘর ইত্যাদি ৫% ফরমালিন দিয়ে শোধন করতে হবে ।
৫। প্রতি কেজিতে ২ গ্রাম হিসেবে টেকটো ২% গুড়াদিয়ে আলু শোধন করতে হবে ।
আরও পড়ুনঃ
জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন
জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন