
কৃষক পর্যায়ে উন্নত পদ্ধতিতে গম বীজ সংরক্ষন গম চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ উন্নত মানের গম বীজের অভাবে অনেক চাষী সময় মত গম বীজ বপন করতে পারে না। তাই কৃষক পর্যায়ে বৈঞ্জানিক উপায়ে বীজ সংরক্ষণের পদ্ধতি উদ্ভবন করা হয়েছে।
প্রথমে পুষ্ট বীজ ভালভাবে রোদে শুকাতে হবে। শুকানোর পর বীজ দাঁতের নিচে চাপ দিলে কটৃ করে শব্দ হলে বুঝতে হবে ভালভাবে শুকিয়েছে । ড্রাম, কেরোসিন বা বিস্কুটের টিনে সম্পূর্ন্ বায়ূরোধক অবস্থায় বীজ সংরক্ষণ করতে হবে। পুরু (০.১২ মিনি) পলিথিন ব্যাগে ও বীজ ভাল থাকে। ব্যাগটিকে চটের বস্তার ভিতরে ঢুকিয়ে রাখতে হাবে । তাছাড়া দুইবার আলকাতরা প্রলেপ দেওয়া মাটির কলস বা মটকায় বীজ রাখা যায়। বীজে যাতে কেরি পোকায় আক্রমন করতে না পারে তার জন্য পাত্রের তলায় বা উপরে শুকনো নীম পাতা বা বীষকাটালীর পাতা শুকিয়ে গুরো করে দিতে হবে এবং সব ক্ষেত্রেই বীজ দ্বারা পাত্র ভর্তি করতে হব । বীজ রাখার পূর্বে রোদে শুকানো বীজ অবশ্যই ছায়ায় ঠান্ডা করে নিতে হবে। পাত্র সরাসরি মেঝেতে না রেখে মাচায় রাখা ভাল।
আরও পড়ুনঃ
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন