মাছি পোকা দমনের জন্য কিভাবে বিষটোপ তৈরী করতে হয় দেখুন

কুমড়া জাতীয় ফসলের পোকা দমনে এই ফাঁদ খুবই কার্যকরি ।  বিষটোপ ফাঁদে পূর্ণাঙ্গ স্ত্রী ও পুরুষ মাছি পোকা আকৃষ্ট হয় এবং মারা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানীগণ এই বিষটোপ ফাঁদ তৈরী করছেন।
করলা, শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া,লাউ, ঝিংগা, চিচিংগা,পটল, উচ্ছে, ধুন্দল, খিরা,কাকরল,বাংগী, তরমুজ ফসলে বিষটোপ ফাঁদ ব্যাবহার করে মাছি পোকার আক্রমন কমানো সম্ভব ।
বিষটোপের জন্য ১০০ গ্রাম পাকা মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে থেতলিয়ে ০.৫ মিলি লিটার (১২ ফোটা) নগস অথবা ডিডিভিপি ১০০ তরল এবং ১০০ মিলি লিটার পানি মিশিয়েছোট একটিমাটির পাত্রে রেখে ৩ টি খুটির সাহায্য মাটি থেকে ০.৫ মিটার উচুতে রাখতে হবে । খুটি তটির সাহায্য মাটি থেকে ০.৫ মিটার উচুতে রাখতে হবে । খুটি তিনটির মাথায়অন্য একটিবড় আকারের মাটির পাত্র রাখতে হবে ।
বিষটোপ গরমের দিনে ২ দিন এবং শীতের দিনে ৪ দিন পর্যন্ত রাখার পর তা ফেলে দিয়ে নতুন করে আবার তৈরী করতে হবে । মাছি পোকার সংখ্যা বিবেচনা করে প্রতি হেক্টরে ২০-৪০ টি বিষটোপ ব্যবহার করা যেতে পারে ।
 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline