মোবাইল কিনতে যাচ্ছেন? জেনে নিন মোবাইল আসল নাকি নকল?

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে এতই দরকারি যে আমরা এক মুহূর্তও মোবাইল ছাড়া থাকতে পারি না।
আবার অনেকেই নিজেদের প্রয়োজনে দুই তিন টাও মোবাইল ব্যাবহার করে থাকেন।
আপনি কি মোবাইল কিনার কথা চিন্তা করছেন? আচ্ছা, যেই মোবাইল টা আপনি কিনবেন কিভাবে বুঝবেন সেই মোবাইল আসল নাকি নকল? আসলের দাম দিয়ে নকল নিয়ে আসলে তখন কেমন লাগবে একবার চিন্তা কর?
কিন্তু আমি একদমই চাই না আপনি আসলের দাম দিয়ে নকল মোবাইল নিয়ে আসেন।

কিভাবে বুজবেন মোবাইল আসল নাকি নকল?

আপনারা জানেন যে বাজারে চায়না নকল মোবাইল দিয়ে ছেয়ে গেছে। আমরা অনেকেই ইউরোপ সহ অন্যান্য দেশের অনেকের কাছ থেকে পুরাতন মোবাইল কিনে থাকি। কিন্তু অনেক মোবাইল আছে যেগুলো দেখতে একেবারে অরিজিনালের মত কিন্তু কপি অথবা নকল করা। তাই অরজিনাল মোবাইল চিনার জন্য আপনি কি করবেন? অরজিনাল মোবাইল চেনা একটা গুরুত্তপূর্ণ বিষয়। তবে চিন্তার কিছুই নেই। নিচের পদ্ধতিটি ব্যবহার করে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পাড়বেন যে, আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন তা আসল না নকল।

অনলাইনে মোবাইল আসল নাকি নকল চেনার উপায়:
১) প্রথমে IMEI.INFO ওয়েবসাইটে যান, তারপর আপনার মোবাইলে *#06# চাপুন।
২) তারপর একটা কোড (IMEI) পাবেন অথবা মোবাইলের প্যাকেটের গায়েও IMEI নাম্বার পাবেন।
৩)ওই কোড কপি করে, তারপর IMEI.INFO ওয়েবসাইটে গিয়ে কোড (IMEI) পেস্ট কর ও check নামক লেখাতে ক্লিক কর
৪) তারপর আপনার মোবাইল এর DETAILS পেয়ে যাবেন। যেমনঃ কবে বাজারে এসেছে, কোন কোম্পানির মোবাইল সহ আরও অনেক তথ্য।
৫) আর আপনি যদি iPHONE ব্যাবহার করে থাকেন বা ক্রয় করতে চান, তাহলে iphoneimei.info ওয়েবসাইটে যান এবং সেই একি ভাবে IMEI নাম্বার দিয়ে চেষ্টা কর, তাহলেই সকল তথ্য পেয়ে যাবেন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline