রেজিস্ট্রেশনের পর কি কি করতে হবে??
রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে আপনার ইমেইলে নিশ্চিতকরণ মেসেজ পাবেন। ইমেইলে পরবর্তী ধাপ/স্টেপ পাবেন যেখানে ক্লাস সম্পর্কিত বিস্তারিত দেওয়া থাকবে এবং পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস শিডিউল, লেকচার, কুইজ, এসাইনমেন্টসহ আরো বিস্তারিত সিলেবাস, ক্লাসে অংশ নিতে দরকারী সফ্টওয়্যার, কিভাবে ক্লাসে অংশ নিবেন তার উপর বিস্তারিত বলা আছে। আপনার যেকোন প্রশ্ন জিজ্ঞাসা ওখানেই জিজ্ঞেস করবেন। সেখানে যথাযথ উত্তর না পেলে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ কর।
কাস্টমার সাপোর্টঃ +৮৮-০৯৬৩৯ ৩৯৯ ৩৯৯
ফেসবুকঃ fb.com/eShikhon
ইমেইলঃ support@eShikhon.com