
এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০৮ – টিস্যু
জীব বিজ্ঞান |একই উৎস থেকে সৃষ্ট,একই ধরণের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। উৎপত্তিগতভাবে এক, একই প্রকার অথবা একাধিক ধরনের কিছু কোষ সমষ্টি যারা একই স্থানে অবস্থান করে, একটি সাধারণ কাজে নিয়োজিত থাকে তাদেরকেই টিস্যু বা কলা বলা হয়।
সাধারণত একটি উদ্ভিদে বিভিন্ন ধরণের টিস্যু থাকে।তবে সব ধরণের টিস্যুকে ,টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী ২ দুটি ভাগে ভাগ করা যায়।
1.ভাজক টিস্যু
2.স্থায়ী টিস্যু
? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ঃ
কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়।
ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন।
ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়।
এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়।
কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম ঘন থাকে।
ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না।
? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ঃ
স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম।
টিস্যুতে দু’রকম কোষ থাকে- জীবিত ও মৃত।
জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম।
মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন।
কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল অর্থাৎ বেশ পুরু।
কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়।
লাইভ কোর্স অফারঃ https://eshikhon.com/pro-offer/
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/