
এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০৭ – নগ্নবীজী ও আবৃতবীজী Part 1
? নগ্নবীজীঃ
যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয়না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। নগ্নবীজী উদ্ভিদ সজীব উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন। গ্রিক শব্দ Gymnos অর্থ হলো naked = নগ্ন এবং spermos অর্থ হলো seed = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভূত হয়েছে।Cycas কে পামফার্ণ বা জীবন্ত জীবাশ্ম বলে।
জীব বিজ্ঞান |1.উদ্ভিদ বহুবর্ষজীবী।
2.এরা চিরসবুজ।
3.মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ) তৈরি করে অর্থাৎ এরা স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
4.এদের রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয় এবং স্ট্রোবিলাস বা কোন তৈরি করে।
5.ডিম্বক থাকে মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায়।
6.গর্ভাশয় না থাকায় কোনো ফল সৃষ্টি হয়না।
? আবৃতবীজীঃ
সাধারণত সপুষ্পক উদ্ভিদ হিসেবেই অধিক পরিচিত এবং প্রকৃত ফুল, দ্বি-নিষেক, জাইলেম কোষকলায় ভেসলের উপস্থিতি এবং গর্ভাশয়ের অভ্যন্তরীণ ডিম্বক থেকে বীজ ও শেষাবধি ফলে রূপান্তর এদের বৈশিষ্ট্য। এ কারণে এদের আবৃতবীজ উদ্ভিদ বলা হয়।আবৃতবীজীদের প্রজাতি সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৫ হাজার যা পৃথিবীর যে কোনো উদ্ভিদবর্গের মধ্যে বৃহত্তম।
1.এরা পুষ্পক উদ্ভিদ, এদের ফুল ও ফল হয়।
2.বীজ আবৃত অবস্থায় অর্থাৎ ফলের ভেতরে থাকে।
3.এদের দ্বিনিষেক ঘটে।
4.এদের ডিম্বকগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে।
5.নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/
লাইভ কোর্স অফারঃ https://eshikhon.com/pro-offer/