এফিলিয়েট মার্কেটিং পরিচিতি-
এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানির পোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা। সেটা আপনি আপনার ওয়েবসাইট,ইউটিউব চ্যানেল,ফেইসবুক পেজ থেকেও করতে পারেন। আপনার মার্কেটিং এর মাধ্যমে বিক্রিত প্রোডাক্টের উপর আপনি নির্দিষ্ট কমিশন পাবেন। আরো সহজভাবে বললে এফিলিয়েট প্রোগ্রামটি হচ্ছে অন্য কোন কোম্পানীর হয়ে প্রচার করা।
কি আছে এই কোর্সে-
1. এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করতে।
2.কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ওয়েবসাইট সেটাপ করতে হয়।
3.গুগল টুলস গুলোর ব্যাবহার।
4.কমপ্লিট SEO
5.সোশ্যাল মিডিয়া মার্কেটিং
6.ইমেইল মার্কেটিং
7.কপি রাইটিং
কিভাবে শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং-
অনলাইন থেকে ইনকাম করতে গেলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিছু ধাপ পার করে যেতে হয়। তেমনি এফিলিয়েট মার্কেটিংয়েরও কিছু ধাপ রয়েছে। যেমন:
- নিশ বাছাই করা
- প্রোডাক্ট বাছাই করা
- ওয়েবসাইট তৈরী করা
- ওয়েবসাইট সেটআপ করা
- ওয়েবসাইট অপারেট করা শেখা
- এসইও (SEO) শেখা
- কনটেন্ট তৈরী করা
- ওয়েবসাইট ভিজিটর নিয়ে আশা
- ইমেইল কালেক্ট করা
- এফিলিয়েট প্রোডাক্ট সাইনআপ করে তা প্রমোট করা
নিচে কিছু জনপ্রিয় নিশ দেওয়া হলো-
- কোনো প্রোডাক্ট
- মোটিভেশনাল
- ওয়েট লস
- ডায়েট
- ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েব ডিজাইনিং
- গ্রাফিক্স ডিজাইনিং
- হোম ডেকোরেশন
- ক্যরিয়ার ডেভেলপমেন্ট
- ইনফরমেশন
- অনলাইনে আয়
- ফ্রিল্যান্সিং
- ব্লগিং
- এফিলিয়েট মার্কেটিং
- আমাজন এফিলিয়েট মার্কেটিং
- ভ্রমণ
- লাইফ হ্যাক
- হেলথ টিপস
- বিউটি টিপস
- রান্নাবান্না
- ব্যবসায়িক আইডিয়াস
- ব্যবসায়িক পরামর্শ
- শেয়ার বাজার
- নিউজ
- জোকস
- উক্তি
- ডিজিটাল মার্কেটিং
- এস ই ও
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- পড়াশুনা ইত্যাদি
কোথায় শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
বর্তমানে যেখানে সেখানে অনেক ধরণের ফ্রিল্যান্সিং সেন্টার গড়ে উঠেছে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারা ট্রেইনিং সেন্টারের সংখ্যা খুবই কম। দিন দিন সবাই এখন অনলাইন ইনকামের দিকে ঝুকে পড়ছে তাই সময় পরিবর্তনের সাথে সাথে প্রতিযোগিতাও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে ইশিখন.কম দীর্ঘদিন বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা দক্ষ প্রফেশনাল ফ্রিল্যান্সারদের সমন্বয়ে গড়ে তুলেছে অনলাইন ট্রেইনিং সেন্টার, যেখানে আপনি ঘরে বসেই লাইভ ক্লাস করতে পারবেন। ইশিখনে কোর্স করলে আপনি আরো সকল সুবিধাসমূহ পাবেন।
কি কি শেখানো হয় এই কোর্সে-
- এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করতে।
- কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ওয়েবসাইট সেটাপ করতে হয়।
- গুগল টুলস গুলোর ব্যাবহার।
- কমপ্লিট SEO
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- কপি রাইটিং
ইশিখনে এফিলিয়েট মার্কেটীং কোর্স করার বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
- প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
- ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
0 responses on "কিভাবে শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং?"