ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করার পদ্ধতিসমুহ-
পৃথিবীতে বেশিরভাগ মানুষই টাকা ইনকাম করার উপায় খুজে বেড়ায়। এক সময় আমিও এর বিকল্প ছিলাম না।আজকের এই ইন্টারনেট বিশ্বে ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বর্তমানে অনেক মানুষ এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসাবে নিয়ে অনেক টাকা ইনকাম করছে। এটা যে খুব কঠিন তা না, আপনার মেধা, চিন্তাশক্তি আর কাজ করার মন মানসিকতা থাকলে আপনি ওয়ার্ডপ্রেস ক্যারিয়আর থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করার পদ্ধতিসমুহ
তাহলে এবার দেখি আপনি ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে টাকা আয় করতে পারেবেন।
১। নতুন ব্লগ তৈরি করে
২। কনটেন্ট তৈরি করে
৩। থিম আর প্লাগইন ডেভেলপ করে
৪।ক্লাইন্টের ওয়েবসাইটের সমস্যা সমাধান করে
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?
ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস হল ফ্রি এবং ওপেনসোর্স ব্লগিং টুল এবং PHP ও MySQL দ্বারা তৈরি করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। প্রচুর ফিচারের কারণে এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ায় এটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। অ্যালেক্সা র্যাংকিংয়ের ভিত্তিতে শীর্ষ ১ লক্ষ ওয়েবসাইটের ১৬.৭% ওয়ার্ডপ্রেস দ্বারা গঠিত। ওয়ার্ডপ্রেস.অর্গ আপনি ডাউনলোড করে আপনার হোস্টে আপলোড করে ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন। প্লাগিন থেকে শুরু করে থিম, ভাষা যাবতীয় সবকিছুই আপনার মনের মত করে সাজাতে পারবেন। তবে অ্যাডভান্সড কাজের জন্য অবশ্যই কোড সম্পর্কে টুকিটাকি কিছু জানার দরকার।
ঘরে বসেই আয় করবেন কিভাবে ওয়ার্ডপ্রেস শিখে-
ওয়ার্ডপ্রেস কোর্স শেষ করার পর যেখান থেকে আয় করবেন-
- আপওয়ার্ক , ফাইভর এনভাটো মার্কেটে টেমপ্লেট বিক্রি।
- ওয়েব ডেভেলপার হিসেবে যেকোন আইটি কম্পানিতে চাকরি।
- আপওয়ার্ক ও ফাইবারে ওয়েব ডেভেলপমেন্ট সর্ম্পকিত কাজ।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস পরিচিতি
নিজের ব্লগ থেকে আয় করার পরীক্ষিত ৫টি পদ্ধতি-
বর্তমানে প্রায় সকল প্রফেশনালেরই কোন না কোন বিষয়ের উপর একটি ব্লগ বা ওয়েবসাইট আছে। সেই ব্লগ নিজেদের আইডিয়া হোক, লেখা হোক বা পছন্দ অপছন্দ নিয়েই হোক সেই ব্লগে যদি নিয়মিত পাঠক থাকে তাহলে তা থেকে অ্যায় করা সম্ভব।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?
আপনি নিজের কমফোর্ট জোনে থেকে যদি প্রতি মাসে ৫০০-১০০০ ডলার অ্যায় করতে পারেন তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে তা খারাপ না ।আজকের এই আর্টিকেলে আমরা ব্লগিং থেকে আয় করার কিছু পরীক্ষিত পদ্ধতির কথা বলব যেখান থেকে আপনি একটু পরিশ্রম করেই আয় করতে পারবেন।
১। এফিলিয়েট প্রোডাক্ট বিক্রি করা
২। এডসেন্স থেকে অ্যায় করা
৩। সার্ভিস বিক্রি করতে পারেন
৪। টিউটোরিয়াল সার্ভিস দিতে পারেন
৫। স্পন্সরড পোস্ট
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্টের বর্তমান চাহিদা
আয় কর নিজের ব্লগ থেকে-
সফল ব্লগাররাই জানে, ব্লগিংকে কিভাবে সঠিক উপায়ে কাজে লাগাতে হয়।
অর্থাৎ,কিভাবে উৎকৃষ্ট কন্টেন্ট তৈরি করতে হয়, উদ্দেশ্য সাধনের জন্য সোশ্যাল মিডিয়া নিজেদের পক্ষে নিতে হয়, কিভাবে সার্চ ইঞ্জিন ট্র্যাফিক তৈরি করতে হয় এবং অন্যদের তুলনায় এগিয়ে থাকতে হয় তা তারা জানে। তারা ব্লগিং হতে অর্থ উপার্জনের উপায় গুলাও জানে।
ব্লগ থেকে আয় করার ব্যাপারে আমরা নিচের পয়েন্টগুল ফলো করব-
- আপনি কি বিক্রি করবেন যা থেকে অর্থ উপার্জিত হবে, সে সিদ্ধান্ত নিতে হবে।
- আপনি যা বিক্রয় করছেন তা সকলকে আকৃষ্ট করবে, এমন কন্টেন্ট তৈরি করতে হবে।
- যারা আপনার ব্লগের প্রতি আগ্রহী, তাদের ইমেইল সমূহ গ্রহণ করতে হবে।
- যারা ইমেইল অ্যাড্রেস প্রদান করেছে, তাদের কাছে বিক্রয় করতে পারবেন।
নিজের লক্ষ্যে পৌঁছাতে কিভাবে অগ্রসর হতে হবে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিশ্চয়ই পেয়েছেন।
উপরোক্ত সবগুলো ধাপই গুরুত্বপূর্ণ। তাই এর কোনটি বাদ দেওয়া যাবে না ।
আরো দেখুন:কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট
ওয়ার্ডপ্রেস শেখার এর জন্য যোগ্যতা-
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করা বা শেখার আগে থেকেই কিছু কাজ আপনাকে অবশ্যই জানতে হবে।সেগুলো হল-
- এইচটিএমএল।
- সিএসএস।
- জাভাস্ক্রিপ্ট।
- জেকুয়েরি।
- বুটস্ট্র্যাপ।
- পিএসডি টু এইচটিএমএল।
- বেসিক পিএইচপি।
কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস-
বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি থিম ডেভলপমেন্ট কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে থিম ডেভলপমেন্ট কোর্সটি করলে উপকৃত হবেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার।
ইশিখনে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
- প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি
- ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে যা লাগবে-
- ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার
- কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা
- একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়)।
0 responses on "ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করার পদ্ধতিসমুহ"