
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি?
ওয়ার্ডপ্রেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এমনকি সবচেয়ে বেশি ব্যাবহার করা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কাস্টমাইজেবিলিটি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে ওয়ার্ডপ্রেসের তুলনা হয় না। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সের মাধ্যমে আপনি এই সিএমএসের জন্য কিভাবে চমৎকার থিম বানাতে হয় সেটা শিখে নিতে পারবেন, সাথে বোনাস হিসেবে জানতে পারবেন ওয়ার্ডপ্রেসের ইন্টারনাল আর্কিটেকচার এবং এপিআই এর অনেক কিছু।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস পরিচিতি
ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্টের বর্তমান চাহিদা-
সহজেই সবকিছু করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তাই বিশ্বব্যাপী এই কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম(সিএমএস) এর চাহিদা অনেক বেশি। ছোট এবং মাঝারি ব্যবসা থেকে শুরু করে বড় বড় কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোও এখন ওয়ার্ডপ্রেস (সিএমএস) দিয়ে নিজেদের ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে। আর এ কারণেই ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশী অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন যারা ফ্রিল্যান্সার এবং ওডেস্ক সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ঘন্টায় ৩০ থেকে ৪০ ডলার রেটে কাজ করে থাকেন। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাজ শুরু করতে পারেন ১০ থেকে ১২ ডলার প্রতি ঘন্টা রেটে। অর্থ্যাৎ দিনে যদি কেউ ৮ ঘন্টা কাজ করেন তবে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রাথমিক আয় শুরু হবে প্রতি দিন ৮০ থেকে ১০০ ডলার, মাসে ৩ হাজার ডলার।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?
এ তো গেল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর কথা, আবার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ না করে নিজস্ব ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করেও বিশাল আন্তর্জাতিক বাজার ধরতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেও সেগুলো বিক্রি করতে পারেন বিভিন্ন থিম মার্কেটপ্লেসে। থিম বিক্রির জনপ্রিয় মার্কেটপ্লেস থিমফরেস্টের কর্পোরেট ক্যাটেগরির শীর্ষ বিক্রি হওয়া থিমগুলোই একবার দেখুন, কি পরিমাণ রেভুন্যু এসেছে একেকটা থিম থেকে!! এক ‘ইউ ডিজাইন’ থিম টা-ই বিক্রি হয়েছে ৮ কোটি টাকা!! এখনও প্রতিদিনই বিক্রি হচ্ছে এ থিমটি। এর পরের থিমগুলোও বিক্রি হয়েছে ৬ কোটি টাকা-৭ কোটি টাকা!! চিন্তা করে দেখুন একবার, এক থিম ডেভেলপ করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা কি পরিমাণ টাকা ঘরে নিচ্ছেন। থিম বিক্রির এ মার্কেটপ্লেসে থিম বিক্রির গড় হার ১০ লাখ টাকা করে। অর্থ্যাৎ সময় এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে থিম তৈরি করেও বিপুল পরিমাণ আয় করার সুযোগ রয়েছে।
কেন শিখবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট ?
ওয়ার্ডপ্রেসের চাহিদা বর্তমান বাজারে আকাশচুম্বী । প্রতিনিয়ত সিএমএস ব্যবহার করে যে পরিমান ওয়েবসাইট তৈরি হচ্ছে তার ৫৬.৪ শতাংশই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে । আর বিশ্বব্যাপি যে পরিমান ওয়েবসাইট রয়েছে তার ১৮.১ শতাংশই তৈরি ওয়ার্ডপ্রেসে । মজিলা, ইয়াহু, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ফোর্ড, সিএনএন, নাসা, টাইম ম্যাগাজিন, টেকক্রাঞ্চ, ন্যাশনাল জিওগ্রাফিকসহ বিশ্বের টপ মিলিয়ন ওয়েবসাইটের প্রায় ২০ শতাংশ ওয়ার্ডপ্রেসে তৈরি ।
অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও চলছে ওয়ার্ডপ্রেস বিপুল চাহিদা।অন্যান্য কাজের তুলনায় ওয়ার্ডপ্রেসের কাজের পরিমান ও রেট অনেক বেশি । তাই মার্কেটপ্লেসগুলোতে কাজ করে ভাল অংকের টাকা আয় করতে পারেন । আর ভাল মানের থিম ডেভলপ করতে পারলে কথাই নেই। নিজেই তৈরি করতে পারেন প্রিমিয়াম থিম বিক্রির ওয়েবসাইট ।
তাছাড়া দেশীয় ভাল মানের আইটি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ নিতে পারেন খুব সহজেই ।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?
ওয়ার্ডপ্রেস ডেভলপার হিসেবে ক্যারিয়ার-
প্রোডাক্ট কিংবা ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক বেশি।বাইরের দেশে কোম্পানিগুলোতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের প্রচুর চাহিদা, আর এখন বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোতেও ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাকুরির সুযোগ বাড়ছে।ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এমন একটি ক্ষেত্র, যেখানে কাজের কোন অভাব নেই। বিশাল এই কাজের ক্ষেত্রে প্রবেশের জন্য এখন কেবল প্রয়োজন দক্ষতা। আপনার যদি মনোবল আর ইচ্ছা থাকে, তবে এই দক্ষতা অর্জন কোন ব্যাপার নয়।
কোথায় শিখবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট-
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার আগে আপনাকে জানতে হবে-
কারা শিখতে পারবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট-
- যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান।
- অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান।
- যাদের কোডিং এ আগ্রহ রয়েছে।
- যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট- পূর্ণাঙ্গ গাইডলাইন
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এ কি কি শেখানো হবে-
- ওয়েব সাইট এবং ওয়েব এপপ তৈরি
- জুনিয়র ডেভেলপার হিসেবে যেকোন সফ্টওয়্যার ফার্ম বা আইটি কম্পানিতে চাকরির সুযোগ
- নিজস্ব অনলাইন ব্যবসা যেমন ইকমার্স, ডোমেইন হোস্টিং, এফিলিয়েট মার্কেটিং
- সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন
- এইচটিএমএল ভিত্তিক মোবাইল এপপ তৈরি
- ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রজেক্ট বিড
- একজন বিলাসি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হওয়া
- HTML, CSS, Js, PHP, bootstrap, WordPress
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার আগে আপনাকে জানতে হবে-
ইশিখনে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
- প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি
- ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট।
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্টের বর্তমান চাহিদা
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে যা লাগবে-
- এইচটিএমএল, সিএসএস বা ওয়েব ডিজাইন সর্ম্পকে প্রাথমিক ধারণা (যদি না থাকে তবে আমাদের ওয়েব ডিজাইন কোর্সেও অংশ নিতে পারেন।)
- ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার
- কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা
- একটি হেডফোন ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্স শেষ করার পর আয় করবেন যেভাবে:
- আপওয়ার্ক , ফাইভর
- এনভাটো মার্কেটে টেমপ্লেট বিক্রি।
- ওয়েব ডেভেলপার হিসেবে যেকোন আইটি কম্পানিতে চাকরি
- আপওয়ার্ক ও ফাইবারে ওয়েব ডেভেলপমেন্ট সর্ম্পকিত কাজ।