
কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিকোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মো. ইমাদুল হক।
তিনি বলেন, ‘প্রশ্নফাঁস রোধে ২০১৮ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢালাওভাবে সব ধরণের কোচিং একসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে যেটি কাম্য নয়। তবুও শিক্ষামন্ত্রীর এই আদেশের প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করে আমরা তা পালন করেছি। কোচিং বন্ধের এটি শুধু আমাদের নয়, বরং সব শিক্ষার্থী ও অভিভাবক মহলকে চিন্তিত ও উৎকণ্ঠিত করছে। এই উৎকণ্ঠা থেকে আমরা মুক্তি কামনা করছি।’
এরপর তিনি সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কোচিং বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে, কোচিংয়ের স্বীকৃতি ও বৈধ নীতিমালা দিতে হবে, কোচিংয়ের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে অন্যান্য শিক্ষালয়ের মতো ৪.৫ শতাংশ করতে হবে এবং কোচিং সেন্টার পরিচালনার জন্য ভাড়া করা বাসাবাড়ির ওপর অর্পিত ভ্যাট বন্ধ করতে হবে।
এই চার দফা বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সব জেলা ও উপজেলা প্রেস ক্লাবের সামনে ৩১ জানুয়ারি সকালে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
আরো পড়ুন: