দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিওইটিএল) শীর্ষক কর্মশালা রোববার (২৮শে জানুয়ারি) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
সিওইটিএল-এর কর্মপরিকল্পনা নির্ধারণ, গতিশীলতা আনয়ন, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, টিচিং লানিংয়ের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের সহযোগিতায় ইউজিসি এ কর্মশালার আয়োজন করে।
ছয়টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের চীফ কনসালট্যান্ট মি. হ্যাংক উইলিয়ামস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন যে, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ব্রিটিশ কাউন্সিল ২০১৪ সালে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিংয়ের কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিল শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য একটি আবাসিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং সকল বিশবিদ্যালয়ের টিচিং লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করতে চায়।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব। দক্ষতা এবং পেশাগত প্রশিক্ষণ ভাল শিক্ষক হওয়ার অন্যতম হাতিয়ার। সিওইটিএল দক্ষ শিক্ষক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাদ আন্দালিব,গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, ইউল্যাবের স্পেশাল এডভাইজার টু দ্যা বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ইমরান রহমান,ইউজিসির সচিব ড. মো: খালেদ কর্মশালায় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
0 responses on "ইউজিসি অডিটরিয়ামে সিওইটিএল শীর্ষক কর্মশালা রোববার অনুষ্ঠিত"