বিজ্ঞাপনের মুল্য তালিকা

ইশিখন.কম বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় শিক্ষা পোর্টাল। প্রতিনিয়ত ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে ইশিখন.কম এর ভিজিটর এবং শিক্ষার্থী। ইশিখন.কম একটি ব্লগ কমিউনিটির পাশাপাশি একটি ই-লার্নিং সাইটও। এখানে রয়েছে শিক্ষার্থীরা নিজেদের কমিউনিটি গঠন, বন্ধু বানান, ফেসবুকের মত গ্রুপ, ইনবক্স চ্যাট সিস্টেম। এছাড়াও ইউডেমি, লিন্ডা সাইটের মত লার্নিং প্ল্যাটফর্ম। ইশিখন.কম এ বর্তমানে রযেছে ২ লক্ষের উপর কনটেন্ট। জে.এস.সি থেকে ‍শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক জব, সরকারি চাকরি, পিএসসি, শিক্ষক নিবন্ধন ইত্যাদি প্রতিটি বিষয়ের উপর রয়েছে হাজার হাজার কনটেন্টস। শিক্ষামুলক যেকোন সাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সা্ইট, স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ফুড বেভারেজ, ড্রিংক্স, ইলেক্ট্রনিক্স এর বিজ্ঞাপন এখানে দিতে পারেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ:

eShikhon.com

Level-1,(B),  H#23, Road#3, Sonali Bank Lane, Jigatola, Dhanmondi, Dhaka-1205

ইমেইল: [email protected]
Helpline: 09639 399 399

ক. বিজ্ঞাপনের মাধ্যমসমুহ:

  1. হোমপেজ
  2. পোস্ট
  3. ব্লগ
  4. কোর্স
  5. ইউনিট
  6. কুইজ
  7. কুয়েশন/প্রশ্ন
  8. কাটেগরি
  9. ট্যাগ
  10. প্রোফাইল
  11. একটিভিটি
  12. কোর্স ডিরেক্টরি
  13. গ্রুপ ডিরেক্টরি
  14. ফোরাম
  15. ব্যাচ

নিচে টেবিলে বিজ্ঞাপনের মুল্য তালিকা দেওয়া হল। বিজ্ঞাপনের সাথে আরো সুযোগ সুবিধা রয়েছে, তা টেবিলের নিচে দেওয়া হল।

মাধ্যম বিজ্ঞাপনের জায়গা দৈর্ঘ্যxপ্রস্থ (px) বিজ্ঞাপনের মুল্য(টাকা) সময় (দিন)
১. হোমপেজ হেডার 700X100 9000 30
মাঝামাঝি 400X200 4000 30
মাঝামাঝি 300X150 2500 30
মাঝামাঝি 500X120 3000 30
ফুটারের আগে 500X120 2500 30
ফুটার 300X150 5000 30
২. পোস্ট পোস্টের উপরে 500X120 4500 30
টাইটেলের পর 500X120 5000 30
সাইডবারের উপরে 220X250 3000 30
সাইডবারের নিচে 220X250 2000 30
পোস্টের নিচে 500X120 3000 30
কমেন্ট এর নিচে 500X120 2000 30
৩. ব্লগ পোস্টের উপরে 500X120 4500 30
সাইডবারের উপরে 220X250 3000 30
সাইডবারের নিচে 220X250 2000 30
পোস্টের নিচে 500X120 3000 30
৪. কোর্স পোস্টের উপরে 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
৫. ইউনিট পোস্টের উপরে 500X120 3000 30
পোস্টের নিচে 500X120 1500 30
৬. কুইজ পোস্টের উপরে 500X120 4500 30
সাইডবারের উপরে 220X250 3000 30
সাইডবারের নিচে 220X250 2000 30
পোস্টের নিচে 500X120 3000 30
৭. কুয়েশন/প্রশ্ন পোস্টের উপরে 500X120 4000 30
পোস্টের নিচে 500X120 3000 30
৮. কাটেগরি পোস্টের উপরে 500X120 3000 30
টাইটেলের পর 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
৯. ট্যাগ পোস্টের উপরে 500X120 3000 30
টাইটেলের পর 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
১০. প্রোফাইল পোস্টের নিচে 500X120 2500 30
১১. একটিভিটি পোস্টের উপরে 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
১২. কোর্স ডিরেক্টরি পোস্টের উপরে 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
১৩. গ্রুপ  ডিরেক্টরি পোস্টের উপরে 500X120 3000 30
সাইডবারের উপরে 220X250 2000 30
সাইডবারের নিচে 220X250 1000 30
পোস্টের নিচে 500X120 1500 30
১৪. ফোরাম পোস্টের নিচে 500X120 2500 30
১৫. ব্যাচ পোস্টের নিচে 500X120 2500 30
১৬.  স্পন্সরড পোস্ট মাসিক পোস্ট: মাসে ৫টি পোস্ট, এক মাস ৩০০০/- (তিন হাজার) টাকা। সিঙ্গেল পোস্ট: প্রতি পোস্ট ৮০০/- (আট শত) টাকা।

খ. অন্যান্য সুযোগ সুবিধা:

  • যেকোন বিজ্ঞাপন ৬ মাসের জন্য ১৫% ডিস্কাউন্ট।
  • ৩০০০/- টাকার উপর বিজ্ঞাপন দাতার কম্পানির সেবা সর্ম্পকে ইশিখন.কম এর ২,৩০,০০০ ফ্যানের ফেসবুক ফ্যানপেইজে মাসে একটি পোস্ট যাবে।
  • ৫০০০/- টাকার উপর বিজ্ঞাপন দাতার জন্য ফ্যানপেইজ মাসে দুটি।
  • ১০০০০/- টাকার উপর বিজ্ঞাপন দাতার জন্য আমাদের ফেসবুক ফ্যানপেইজে প্রতি ১০ দিন পর পর ৪০ দিনে ৪টি পোস্ট এবং একটি স্পন্সরড পোস্ট হবে।
  • ৫০,০০০/- টাকার উপর বিজ্ঞাপন দাতার জন্য আমাদের স্কুল ইভেন্টগুলোতে একজন সিলভার স্পন্সরশীপ ফ্রি পাবেন।

 

বিজ্ঞাপন নীতিমালা:

১. যেকোনো বিজ্ঞাপন ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে ইশিখন.কম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই তিন দিন আগে [email protected]এ মেইল করতে হবে।
৩. বিজ্ঞাপনের ছবি/ব্যানার উপরোক্ত সাইজ অনুযায়ী বিজ্ঞাপন দাতাকে ডিজাইন করে পাঠাতে হবে।
৪. প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপানো হয়।
৫. আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
৬. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ২ (দুই) দিন।
৭. সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, যৌন উদ্দিপক কোন ছবি, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।

 

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline