
অ্যাডোবি সিস্টেমস জানিয়েছে, তারা আগামী ২০২০ সালের মধ্যেই ফ্ল্যাশ প্লেয়ার প্লাগ-ইনস বন্ধ করে দিবে। প্রযুক্তিটি এক সময়ে ভিডিও ক্লিপ এবং অনলাইনে গেম খেলার জন্য সর্বাধিক ব্যবহৃত উপায়গুলির মধ্যে একটি ছিল।
জনপ্রিয় হলেও এই সিস্টেমের রয়েছে অনেক দুর্নাম। কেননা এর কোডের ত্রুটির কারণে হ্যাকারদের জন্য কম্পিউটার আক্রমণের সহজ উপায় হয়ে উঠেছে এই ফ্ল্যাশ। এবং সাম্প্রতিক বছরগুলিতে প্রতিদ্বন্দ্বী এইচটিএমএল৫ প্রযুক্তি অনেক ভালো কার্যকারিতা দিচ্ছে। আর এইচটিএমএল৫ এর সবচেয়ে বড় সুবিধা হলো- ওয়েবপেজে মাল্টিমিডিয়া কনটেন্ট এর জন্য ব্যবহারকারীকে ডেডিকেটেড প্লাগ-ইন ইন্সটল এবং আপডেট করতে হয় না।
এদিকে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এ ফ্ল্যাশ ব্যবহার নাটকীয়ভাবে কমে গিয়েছে। ২০১৪ সালে যেখানে দৈনিক এর ৮০ শতাংশ ডেস্কটপ ব্যবহারকারী ছিল সেখানে বর্তমান দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ।
অ্যাডোবি’র পণ্য উন্নয়ন ভাইস প্রেসিডেন্ট গোবিন্দ বালাক্রিশনান বলেন, ‘প্রতিষ্ঠানটি ফ্ল্যাশ বন্ধ করছে কারণ এইচটিএমএল ৫ এর মতো অন্যান্য প্রযুক্তিগুলো যথেষ্ট পরিপক্ক হয়েছে এবং ফ্ল্যাশ প্লেয়ারের উপযোগী বিকল্প প্রদান করতে সক্ষম হয়েছে।’
আর এই ফ্ল্যাশের সবচেয়ে বড় সমালোচক ছিল অ্যাপল। প্রয়াত অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস একবার একটি পাবলিক চিঠিতে ফ্ল্যাশের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর একারণেই অ্যাপলের আইওএস মোবাইল ডিভাইসে ফ্ল্যাশ প্লাগ-ইন কখনই সমর্থন করেনি।
তবে ফ্ল্যাশ এর শেষ তারিখ পর্যন্ত সফটওয়্যারের জন্য সকল সমর্থন এবং আপডেটগুলি সরবরাহ করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন: