বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ ও সর্বনিম্নঃ

১. বাংলাদেশের বৃহত্তম বাঁধ- কাপ্তাই বাঁধ।
২. বাংলাদেশের বৃহত্তম বিল- চলন বিল।
৩. বাংলাদেশের বৃহত্তম চিনির কল-কেরু এন্ড কোং, দর্শনা, চুয়াডাঙ্গা।
৪. বাংলাদেশের বৃহত্তম পাটকল-আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)।
৫. বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন-কমলাপুর (ঢাকা)।
৬. বাংলাদেশের বৃহত্তম রেল জংশন-ঈশ্বরদী রেলওয়ে জংশন।
৭. বাংলাদেশের বৃহত্তম মসজিদ-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।
৮. বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর-শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
৯. বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি-সুন্দরবন।
১০. বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার-সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
১১. বাংলাদেশের বৃহত্তম উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
১২. বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক।
১৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি (১৯৮১ ব. الكازينو কিমি)।
১৪. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বেগমগঞ্জ, নোয়াখালী।
১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম থানা সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)।
১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)।
১৭. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা মেহেরপুর (৭১৬ ব. قواعد لعبة بلاك جاك কিমি)।
১৮. বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম ।
১৯. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট (১২,৫৯৬ ব. كيفية الرهان على كرة القدم কিমি)।
২০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা (৩৮৬ ব. কিমি)।
২১. বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২. বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।
২৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
২৪. বাংলাদেশের বৃহত্তম জাদুঘর ঢাকা জাতীয় জাদুঘর।
২৫. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline