• জনসংখ্যায় বাংলাদেশ :
    ১) বিশ্বে ৮ম
    ২) মুসলিম বিশ্বে ৪র্থ
    ৩) এশিয়ায় ৫ম
    ৪) সার্কভুক্ত দেশে ৩য়
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত (সেপ্টেম্বর-২০১৫) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা মোট জনসংখ্যা: ১৫,৯২,৩১,৯৬৭
  • অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী   বাংলাদেশের বর্তমান জনসংখ্যা মোট জনসংখ্যা: ১৫ কোটি ৭৯ লাখ
  • বাংলাদেশের বর্তমান জনসংখ্যাঃ ১৬২,৪৪৫,৭৭৪(এপ্রিল ৫, ২০১৬)

 

বাংলাদেশের আদমশুমারি ১ম ১৯৭৪ সাল -৭,১৪,৭৯,০০০ জন

২য় ১৯৮১ সাল -৮,৭১,২০,০০০ জন
৩য় ১৯৯১ সাল -১০,৬৩,১৫,০০০ জন
৪র্থ ২০০১ সাল -১২,৪৩,৫৫,০০০ জন

৫ম ২০১১ সাল —১৪,২৩,১৯,০০০ জন

 

অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ২০১৪ : উল্লেখযোগ্য কিছু বিষয়

 ১.মোট জনসংখ্যাঃ ১৫ কোটি ৭৯ লাখ
২.জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬%
৩. পুরুষ-নারী অনুপাতঃ ১০৪.৯:১০০
৫. জনসংখ্যার ঘনত্বঃ ১০৩৫ জন ( প্রতি বর্গমিটারে )
৬.প্রত্যাশিত গড় আয়ুষ্কালঃ ৭০. ৭বছর; পুরুষ – ৬৯.৯ বছর  নারী -৭১.৫বছর
৭. সাক্ষরতার হার(৭বছর+): ৬২.৩%
৮. কৃষিতে খাতে নিয়োজিত শ্রমিক: ৪৫.১%
৯. দারিদ্র্যের উর্ধ্বসীমা(%) জাতীয়: ৩১.৫%,
১০. দারিদ্র্যের নিম্নসীমা(%) ১৭.৬%
১১. চলতি মূল্যে মাথাপিছু আর্ন :১৩১৪ মার্কিন ডলার
১২.জাতীয় সঞ্চয়: ২৯.০১%
১৩. রপ্তানি আর্ন : ২২, ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার
১৪.বৈদেশিক মুদ্রার মজুদ> ২৪,১৪১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশ ব্যাংকের মতে > ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার)
১৫. প্রবাসীদের প্রেরিত অর্থ: ১২,৫৫২ মিলিয়ন মার্কিন ডলার((বাংলাদেশ ব্যাংকের মতে >১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার)
১৬, মোট তফসিলি ব্যাংক: ৫৬টি
১৭. মূল্যস্ফীতি : ৬.৪৬%

অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ :

১. জনসংখ্যা ( ২০১৩-২০১৪ সাময়িক প্রাক্কলন):১৫ কোটি ৫৮ লাখ
জনসংখ্যা ( ২০১১ শুমারি) ১৪ কোটি ৯৭ লাক ৭০ হাজার
২. জনসংখ্যা বৃদ্ধির হার :১.৩৭ %
৩.পুরুষ: মহিলা: ১০০.৩:১০০
৪ জনসংখ্যার ঘনত্ব : ১০১৫ জন/কি.মি
৫. স্থূল জন্মহার ( প্রতি ১০০০ জনে) : ১৯.২ জন
৬. স্থুল মৃত্যুহার : ৫.৫ জন
৭. শিশু মৃত্যুহার [ একছরের কমবয়সী( প্রতি হাজার জীবিত জন্মে)]: ৩৫ জন
৮.মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার: ২.১১ জন
৯. গর্ভনিরোধক ব্যবহারের হার : ৫৮. ৪%
১০. গড় আয়ুষ্কাল : ৬৯ বছর; পুরুষ>৬৭.৯ ও মহিলা>৭০.৩ বছর
১১.প্রথম বিবাহে গড় বয়স: পুরুষ ২৪.৯ বছর মহিলা ১৮.৬ বছর
১২.সাক্ষরতার হার ( ৭ বছর+) : ৫৭.৯% পুরুষ ৬১.১% মহিলা ৫৪.৮%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ৯২,৫১০টাকা বা ১,১৯০ মার্কিন ডলার
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি :৮৬,৭৩১ টাকা বা ১১১৫ মার্কিন ডলার
১৫. সরকারি হাসপাতালে শয্যাপ্রতি জনসংখ্যা ১৮৬০ জন
১৬. ডাক্তার প্রতি জনসংখ্যা : ২,৮৬০ জন
১৭. মোট শ্রমশক্তি (১৫+) : ৫.৪১ কোটি, পুরুষ- ৩.৭৯ কোটি, মহিলা- ১.৬২ কোটি
১৮. সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত : কৃষিখাতে, মোট শ্রমশক্তির ৪৭.৩০%
১৯. দারিদ্র্যের উধ্বসীমা : ৩১.৫০% জাতীয়
২০. দারিদ্র্যের নিম্নসীমা : ১৭.৬০% জাতীয়
২১. মোট ব্যাংক : ৫৬ টি, ব্যাংক বহিভুত প্রতিষ্ঠান : ৩১ টি (ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত)
২২. জাতীয় মহাসড়ক : ৩,৫৩৮ কিলোমিটার
২৩. আঞ্চলিক মহাসড়ক : ৪,২৭৮ কিলোমিটার
২৪. রেলপথ : ২,৮৮৭ কিলোমিটার

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline