বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের নদ-নদী

বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের নদ-নদী

 

নদ-নদী

  • মোট নদ-নদী- প্রায় ৭০০টি
  • প্রায় ৮০০টি
  • প্রচলিত তথ্য- ২৩০টি
  • নদ-নদীর মোট আয়তন – ২৪,১৪০ কিমি
  • ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি
  • মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি
  • বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা)
  • মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি
  • বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)
  • বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)
  • বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
  • বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
  • বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
  • হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ ,ভারতে নাম পূর্বাশা,
  • প্রধান নদী- পদ্মা
  • দীর্ঘতম নদী- মেঘনা
  • দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ) (দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্র-ই উত্তর হবে)
  • প্রশস্ততম নদী- মেঘনা
  • সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী
  • বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা
  • চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই
  • জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে
  • প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী
  • বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
  • বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
  • বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
  • বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
  • যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে

গুরুত্বপূর্ণ নদীর নাম ও তার শাখা নদী ও  উপ-নদী

১, পদ্মার শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, কপোতাক্ষ, গড়াই, ইছামতি, মাথাভাঙ্গা।
২, যমুনার শাখা নদী: ধলেশ্বরী, বুড়িগঙ্গা।
৩, ব্রহ্মপুত্রের শাখা নদী: যমুনা।
৪, পদ্মার উপ-নদী: মহাগঙ্গা, টাঙ্গন, পুর্ভবা, নাগর, কুলিক।
৫, যমুনার উপ-নদী: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালী।
৬, মেঘনার উপ-নদী: শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া।
৭, কর্ণফুলী নদীর উপনদী: হালদা, বোয়ালখালী, কাসালং।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline