বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা

বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা

বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ

* ভৌগোলিক কারণে বাংলাদেশ- সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
* সাইক্লোন শব্দটি এসেছে- গ্রিক শব্দ kyklos (কাইক্লোস) থেকে।* সাইক্লোন সৃষ্টি হয় – গভীর সমুদ্রে।
* স্মরণকালের সবচেয়ে প্রলয়ংকারী দুর্যোগ হিসেবে পরিচিত- ১৯৭০ সালের সাইক্লোন। (প্রাণহানি প্রায় ৩ লক্ষ)।
* বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে – ১৯৯১ সালে।
* ১৯৯১ সালের সাইক্লোনে বাতাসের গতিবেগ ছিল – ২২৫ কিলোমিটার।
* ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম – অপারেশন মান্না।
* ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম- অপারেশন সি এঞ্জেল।
* বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়- মৌসুমি বায়ুপ্রবাহের আগে।
* সিডর বাংলাদেশে আঘাত হানে- ১৫ নভেম্বর ২০০৭ সালে।
* সিডর শব্দের অর্থ- চোখ। eshikhon.comএটি সিংহলী ভাষার শব্দ।
* ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারে আঘাত হানে- ২ মে ২০০৮ সালে।
* নার্গিস শব্দের অর্থ– ফুল। এটি ফারসি ভাষার শব্দ।eshikhon.com
* ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশে আঘাত হানে- ২৫ মে ২০০৯ সালে।
* আইলা শব্দের অর্থ হল- ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী।
* ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশে আঘাত হানে – ১৬ মে ২০১৩ সালে
* ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় তাকে বলে – জলোচ্ছ্বাস।
* ১৯৭৬ সালের ১ নভেম্বর eshikhon.com ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল- ১৩.৭২ মিটার পর্যন্ত।* বাংলাদেশে খরার জন্য ঝুঁকিপূর্ণ- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর ও বরিশাল।
* সাম্প্রতিক বাংলাদেশে বৃষ্টিপাত কমে খরার জন্য পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলের সৃষ্ট- এলনিনোকে দায়ী করা হচ্ছে।
* বাংলাদেশে শতাব্দীর ভয়াবহতম বন্যা দেখা দেয় – ১৯৯৮ সালে।
* নদী ভাঙনে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা – সিরাজগঞ্জ ও চাঁদপুর।
* বাংলাদেশে eshikhon.com সাধারণত টর্নেডো হয়- বৈশাখ মাসে। (এপ্রিল-মে)
* পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব নয়- টর্নেডোর জন্য (কারণ হঠাৎ করে আঘাত হানে।)eshikhon.com
* সাইক্লোনের মতো টর্নেডো সৃষ্টির মূল কারণ- লঘু বা নিুচাপ সৃষ্টি হওয়া।
* বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ টর্নেডো আঘাত হানে– ১৯৬৯ সালের এপ্রিল মাসে; ঢাকার ডেমরায়। (বাতাসের গতিবেগ ছিল-৬৪৩ কিলোমিটার ঘণ্টায়, বাংলাপিডিয়ার তথ্যমতে)
* ভূঅভ্যন্তরে যেখানে শক্তি বিমুক্ত হয় তাকে বলে – ভূমিকম্পের কেন্দ্র।
* কেন্দ্র থেকে লম্বালম্বিভাবে ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দুকে বলে – ভূমিকম্পের উপকেন্দ্র।
* ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি- উপকেন্দ্রে।
* সবচেয়ে বেশী ভূমিকম্প হয়-প্রশান্ত মহাসাগরের বহি:সীমানা বরাবর।
* ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ (ভূকম্পন লিখন যন্ত্র)।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline