চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Grammar
And দ্বারা দুই বা ততোধিক Noun যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে verb টি singular হবে, আর পৃথক পৃথক ব্যক্তি/ বস্তুকে বোঝালে verb টি plural হবে। For example: The headmaster and secretary of the school was present in the meeting. The headmaster and the secretary of the school were present in the meeting.
মেয়ে স্পেশাল
বেনের মেয়ে (উপন্যাস)- হরপ্রসাদ শাস্ত্রী।
বামুনের মেয়ে (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
বেদের মেয়ে (নাটক)- জসিমউদদীন।
গরীবের মেয়ে (উপন্যাস)- নজিবর রহমান।
বিশ শতকের মেয়ে (উপন্যাস)- নীলিমা ইব্রাহিম।
Grammar
Sometimes the subject is separated from the verb by such words as along with, as well as, besides, not, etc. These words and phrases are not part of the subject. Ignore them and use a singular verb when the subject is singular.
Examples:
The politician, along with the newsmen, is expected shortly.
Excitement, as well as nervousness, is the cause of her shaking.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: Grammar"