🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

আজকের টিপস: আলোচিত সাহিত্য ও স্রষ্টা -১

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আলোচিত সাহিত্য ও স্রষ্টা -১

হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম – বৃত্রসংহার।

লালন ফকির নাটকের নাট্যকার – কল্যান মিত্র।

সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার – গিরিশ চন্দ্র।

অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা – কায়কোবাদ।

অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

অপরাজিতা গ্রন্থটির লেখক – বিভুতিভূষন।

আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা – নীরদ চন্দ্র চৌধুরী।

অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা – ইসমাইল হোসেন সিরাজী।

আবদুল্লাহ উপন্যাসটি  রচনা করেন- কাজী ইমদাদুল হক।

আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা – জীবনানন্দ দাশ।

আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা – সৈয়দ আলী আহসান।

আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা – এম, আর, আখতার মুকুল।

আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র।

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা – আবুল মনসুর আহমেদ।

আমি সৈনিক রচনাটি নজরুলের অর্ন্তভুক্ত- দুর্দিনের যাত্রী গ্রন্থের

আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা- অন্নদাশঙ্কর রায়।

আমলার মামলা গ্রন্থটির রচয়িতা- শওকত ওসমান।

আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি – পদ্মাবতী।

আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ – দিলরুবা।

আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা – কামিনী রায়।

 

Should এর ব্যবহার

should একটি modal auxilary verb. should এর অর্থ হচ্ছে “উচিত”.

১. কোন কাজ করা উচিত বা করা কর্তব্য বুঝাতে should মূল verb এর পূর্বে ব্যবহৃত হয়।
structure :- subject + should + verb + object + extension.
1. They should be more dutiful.
2. You should respect your parents.

২. কোন কাজ করা উচিত নয় এরূপ বুঝাতে should এর পর not+verb ব্যবহৃত হয়।

1. They should not quarrel with one another.
2. You should not run in the sun.

should এর আরো কয়েকটি ব্যবহার-
১.বর্তমান সময়ে কিছু ঘটা উচিত এরূপ অনুমান প্রকাশে should ব্যবহৃত হয়।
1. Students should be more responsible now.
2. You should be working hard to make proper use of time.

২. অতীতে কোন কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি এরূপ ভাবধারা প্রকাশে should ব্যবহৃত হয়।

structure : subject+should+have+p.p form of verb.
1.You should have taught your son.
2.They should have done the work earlier.

৩. পূর্বের কোন বিষয় সম্পর্কে অনুমান প্রকাশে should ব্যবহৃত হতে পারে।
1. She should be pleased to see you.

৪.সকল person এর বিনয় প্রকাশ করতে should ব্যবহার হয়।
1. I should like to help you.

৫.সকল person এ ইচ্ছা/প্রয়োজন/শর্ত/অনুমোদন/ উপদেশ বুঝাতে should ব্যবহার হয়।
1. I should know the truth.
2. You should stop crying.

–[should is also used as the past form of “shall”]-

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "আজকের টিপস: আলোচিত সাহিত্য ও স্রষ্টা -১"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved