
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
মুক্তিযুদ্ধ বীরশ্রেষ্ঠ সমাচার ভাইভার জন্য অতীব গুরুত্বপূর্ণ
১৫ ডিসেম্বর, ১৯৭৩ – মুক্তিযুদ্ধাদের খেতাব ৪ ভাগে বিভক্ত করা হয়
বীরশ্রেষ্ঠ ( ৭ জন) ,
বীর উওম (৬৮ জন – প্রথম চীপ কর্নেল রব),
বীরবিক্রম ( ১৭৫ জন- প্রথম মেজর নাজমুল হুদা)
বীর প্রতীক ( ৪২৬ জন – প্রথম মো: আ: মতিন)
মোটঃ৬৭৬ জন।
নারী বীর প্রতীক
ক্যাপ্টেন ডা: সেতারা- ২নং সেক্টর
তারামন বিবি -১১ নং সেক্টর
মুক্তি বেটী – কাঁকন বিবি
একমাএ উপজাতি বীর বিক্রম – ইউ কে চিং – বান্দরবন ( ১৯৩৩ – ২৫ জুলাই, ২০১৪)
একমাএ বিদেশী বীর প্রতীক – ওডারল্যান্ড( জন্ম – হল্যান্ড) – মৃত্যু – ২০০১ সালে অস্ট্রেলিয়াতে ( নাগরিক)
———
বীরশ্রেষ্ঠ : সংক্ষেপে মনে রাখার জন্য >
সেক্টর :
১ – রউফ
২- মোস্তফা
৪- হামিদ
১- ২- ৪ = রমে হামিদ
৭ – মহিদ্দিন
৮- নূর
১০- রুহলআমিন
৭-৮- ১০ = মহি নূ – র
জন্ম :
১৯৩৫ – রহুল ( পারস্যের নামকরন ইরান)
১৯৩৬ – নূর ( পদ্মা নদীর মাঝি প্রকাশ)
১৯৪০ – রউফ ( লাহোর প্রস্তাব)
১৯৪১ – মতিউর ( লন্ডন ঘোষনা, আটলান্টিক সনদ)
১৯৪৯ – মোস্তফা ( আওয়ামীলীগ প্রতিষ্ঠা)
১৯৪৯ ( ৭ মার্চ) – মহিদ্দিন ( ৭ই মার্চ ভাষণ)
১৯৫৩ – হামিদ ( কোরিয়া যুদ্ধ অবসান)
শহীদ হন – ১৯৭১ সালের নিচের তারিখে —
১৭ এপ্রিল – অস্থায়ী সরকার শপথ- সিপাহী মো: মোস্তফা কামাল ১ম শহীদ
২০ এপ্রিল – শপথের ৩ দিন পর – ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ
২০ আগষ্ট – ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৫ সেপ্টেম্বর – ৮ সেপ্টেম্বর স্বাক্ষরতা দিবসের ৩ দিন আগে – ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ
২৮ অক্টোবর – ২৪ অক্টোবর জাতিসংঘ দিবসের ৪ দিন পর – সিপাহী হামিদুর রহমান
১০ ডিসেম্বর – মানবধিকার দিবসে/ রোকেয়া দিবসের আগের দিন – ইঞ্জিনিয়ার আর্টিফিসার রহুল আমিন
১৪ ডিসেম্বর – বুদ্ধিজীবী দিবসে – ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
জন্মস্থান – সমাহিত :
বর্ডান গার্ড এর ২ জন
ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ -জন্ম:নড়াইল -সমাহিত:শর্শা, যশোর
ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ – জন্ম :ফরিদপুর -সমাহিত:-রাঙ্গামাটি
সেনা বাহিনীর – ৩ জন
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর -জন্ম: বরিশাল – জন্ম:শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ
সিপাহী মো: মোস্তফা কামাল – জন্ম: ভোলা- সমাহিত:আখাউড়া, বি- বাড়ীয়া
সিপাহী হামিদুর রহমান – জন্ম:ঝিনাইদহ- সমাহিত:- এিপুরা বর্তমানে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান
বিমান বাহিনীর ১ জন
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান -জন্ম: ঢাকা / পিতৃ – নরসিংদী — মাসরুর বিমানঘাটি করাচী বর্তামানে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান
নৌবাহিনীর – ১ জন
ইঞ্জিনিয়ার আর্টিফিসার রহুল আমিন – জন্ম:নোয়াখালী — রুপসা, খুলনা
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon