জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ডিগ্রি পাশ কোর্সে ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল ও ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা প্রকাশ হয়েছে।

৩১ জানুয়ারি ২০১৭ তারিখ বিকাল ৪টার পরে এস.এম.এস এবং রাত ৯টার পরে অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম থেকেও দেখা যাবে। এই পোস্টে আমি উক্ত ফলাফল দেখার সকল পদ্ধতিসহ ফলাফল পাওয়ার পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

SMS এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার ফলাফল ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ প্রথমে SMS এর মাধ্যমে বিকেল ৪ টার পরে প্রকাশ করা  হয়। এমএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

NU<space>ATDG<space>Roll No

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার ফলাফল ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ রাত ৯ টার পরে অনলাইনে প্রকাশ করা হয়। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম এরএই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পারবেন।

অনলাইনে ডিগ্রি (পাস) ভর্তির ফলাফল দেখতে এখানে লগিন করঃ

মোবাইল থেকে দেখতে সমস্যা হলে এখানে ক্লিক কর

pin

২০১৬-১৭ সেশনে ডিগ্রি পাশ কোর্সে ক্লাশ শুরুর তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৬-১৭ সেশনে ডিগ্রি ১ম মেধা তালিকায় ভর্তির সময়সীমাঃ

  • ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুুেচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ  ০২/০২/২০১৭ থেকে ১১/০২/২০১৭
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ  ০২/০২/২০১৭ থেকে ১৩/০২/২০১৭
  • সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ১৪/০২/২০১৭ থেকে ২০/০২/২০১৭

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

Papers

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক মূল নম্বরপত্রের (এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারি কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

যারা ১ম মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এর পর ২য় মেধা তালিকা প্রকাশ করবে। কবে প্রকাশ করবে তা পরবর্তীতে আমাদের সাইটে, ফেইসবুক পেইজে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন……

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline