যেভাবে আপনিও পোস্ট লিখবেন ইশিখন.কম এ

ইশিখন.কমকে যে কারো জন্য উম্মুক্ত করে দেওয়া হল। যেকেউ শিক্ষামুলক যেকোন লেখালিখি  করতে পারবেন। এতে কিছু পার্ট টাইম ইনকামের পাশাপাশি আপনি হয়ে উঠতে পারেন ইশিখনের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে একজন জনপ্রিয় শিক্ষক/লেখক।

ইশিখনে কিভাবে পোস্ট করবেন তা নিচে তুলে ধরা হল:

চিত্রের ডানপাশের ট্যাবের চিত্রটি হল একজন লেখকের লেখার ফর্ম আর বামপাশেরটা ইশিখনে পোস্টটি কেমন ভাবে দেখাবে সেটা দেখাচ্ছে।

  • শিরোনাম/পোস্টের হেডলাইন/ টাইটেল লেখার পর চিত্রের ডানপাশের ১ নং ঘরটিতে আপনার মুল লেখাটা লিখবেন।
  • ৩নং ঘরে লক্ষ্য রাখবেন যেন আপনার টাইটেলের মত করে ইউআরএলটা হয়। যেমন: এখানে ইউআরএল হল: ../এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পরীক্ষার-সাজেশন
  • ডানপাশের ৪ নং ঘরের এই আইকনগুলো দিয়ে লেখাকে মাইক্রোসফ্ট ওয়ার্ড এর মত বোল্ড, ইটালিক, ফন্ট এর কালার পরিবর্তন ইত্যাদি করতে পারবেন।
  • আপনার পোস্টে কোন চিত্র/ছবি যুক্ত করতে চাইলে নিচের চিত্রের ডানপাশের ৫ নং এ ক্লিক করলে ছবি আপলোড করে পোস্টে যুক্ত করতে পারবেন।

 

কিভাবে <a href=

  • এবারে নিচের চিত্রে ১নং এর মত পোস্টের সাথে সর্ম্পকিত ট্যাগগুলো দিন। ট্যাগ হল কোন পোস্টের / লেখার সাথে সর্ম্পকিত কিছু শব্দ বা শব্দাবলি যেটা দিয়ে গুগল সার্চ বা যেকোন সার্চ করলে এই পোস্টটি পাওয়া যাবে।
  • ২ নং এ পোস্টের ক্যাটেগরি সিলেক্ট করবেন।
  • নিচের চিত্রে ১নং এ আপনার পোস্টের জন্য একটি থাম্বনেইল ছবি সিলেক্ট করবেন। থাম্বনেইল ছবি হল আমাদের ব্লগের  প্রতিটি  পোস্টের বাম পাশে ছোট করে যেই ছবি দেখায় সেটা।
  • ২,৩ নং এ ক্লিক করে বাটনগুলো সবুজ করে দিবেন। যাতে প্রতিটি পোস্টের নিচে আপনার নিজে পোস্ট টি লিখেছেন সেটা দেখায়। আলাদা করে পোস্টের নিচে নিজের নাম লেখার দরকার নেই।
  • এছাড়াও পোস্টের নিচে চাইলে এসইও কিওয়ার্ড, যুক্ত করতে পারেন। এভাবে ইশিখনে যেকোন পোস্ট করতে পারবেন। ধন্যবাদ

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline