
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 13
121. কতসালে বাংলাদেশের প্রথম কাগজ কল স্থাপিত হয়?
- 1951
- 1953
- 1960
- 1963
122. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
- 1206
- 1310
- 1526
- 1610
123. রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
- ১৯৭২ সালের ৩১ অক্টোবর
- ১৯৭১ সালের ৩১ অক্টোবর
124. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
- নবাব সিরাজউদ্দৌলা
- সুবেদার ইসলাম খান
- নবাব শায়েস্তা খান
- নবাব মুর্শিদকুলি খাঁ
125. সাইনী কোন নদীর উপনদী?
- যমুনা
- সাঙ্গু
- ট্যাঙ্গন
- কর্ণফুলী
126. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- গিয়াসউদ্দীন আযম শাহ
- আলাউদ্দীন হুসেন শাহ
- ইলিয়াস শাহ
- ফখরুদ্দীন মোবারক শাহ
127. সরকারি তিতুমীর কলেজের নাম বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত কি নামে পরিচিত ছিল?
- শেরে বাঙ্গাল কলেজ
- আল্লামা ইকবাল কলেজ
- জিন্নাহ কলেজ
- শেখ মুজিবৃর রহমান কলেজ
128. বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি-
- চাকমা
- মারমা
- শাওতাল
- পাঙন
129. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার?
- 120
- 145
- 155
- 161
130. বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা-
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।