
আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 38
371. বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ?
- রাশিয়া
- চীন
- ভারত
- সুইজারল্যান্ড
372. রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশভিত্তিক?
- রাশিয়া
- ইসরাইল
- ফ্রান্স
- চীন
373. সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
374. কলম্বো পরিকল্পনা-এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
- আব্দুল মান্নান (বাংলাদেশ)
- অর্জুন বাহাদুর থাপা (নেপাল)
- ভূপেন সিং (ভারত)
- ফিনলে দর্জি (ভুটান)
375. ১ মার্চ ২০১৫ আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ স্টেটস (ACP)- এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- মারিও দ্রাঘি (ইতালি)
- ইভিকা দাচ্চি (সার্বিয়া)
- হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
- প্যাট্রিক ইগ্নাতিয়ুস গোমেজ (গায়ানা)
376. ২০ মার্চ ২০১৫ কোন দেশ CTBT অনুমোদন করে?
- মিসর
- পাকিস্তান
- অ্যাঙ্গোলা
- জর্ডান
377. বিশ্বের কোন দেশে সর্বাধিক খ্রিস্টান বাস করে?
- চীন
- রাশিয়া
- যুক্তরাষ্ট্র
- ফিলিপাইন
378. নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রীর নাম—
- গিরিজা প্রসাদ কৈরালা
- সূর্য বাহাদুর থাপা
- সুশীল কৈরালা
- রাম থান যাদব
379. নাইজেরিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
- জোনাথন গুডরাক
- কেনিয়াত্তা জোমো
- আথিকিউ নামদি
- মুহাম্মদ বুহারি
380. বিশ্ব শুল্ক সংগঠন (WCO)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
- ১৮০ টি
- ১৭৯ টি
- ১৭৫ টি
- ১৮৩ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।