আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35

অণুজীব

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35

341. ‘মিডিয়া মোগল’ হিসবে পরিচিত-

  1. রূপার্ট মারডক
  2. বিল গেটস
  3. টাটা
  4. রকফেলার

342. ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়-

  1. উম্মে হাফিজা
  2. উম্মে কুলসুম
  3. উম্মে সাদিয়া
  4. উম্মে মারিয়ম

343. ‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?

  1. কার্লমার্কস
  2. হিটলার
  3. রুশো
  4. প্লেটো

344. ‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-

  1. টিএইচ গ্রিন
  2. টিএইচ ব্রাউন
  3. অ্যারিসস্টল
  4. প্লেটো

345. ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?

  1. ইন্দিরা গান্ধী
  2. মহাত্মা গান্ধী
  3. খান আব্দুল গাফ্ফার খান
  4. রাজীব গান্ধী

346. ‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র।’ উক্তিটি কার?

  1. প্লেটো
  2. এরিস্টটল
  3. হবস
  4. প্যারেটো

347. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?

  1. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
  2. নাবিল আর আরাবি (মিশর)
  3. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
  4. হাওলিন ঝাও (চীন)

348. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?

  1. ১৮৫ টি
  2. ১৮৭ টি
  3. ১৯১ টি
  4. ১৯৩ টি

349. সাংহাই সহযোগিতা সংগঠন (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  1. ৫-৬ জুলাই ২০১৫
  2. ৬-৭ জুলাই ২০১৫
  3. ৯-১০ জুলাই ২০১৫
  4. ৭-৮ জুলাই ২০১৫

350. শ্রীলঙ্কার কততম প্রেসিডেন্ট হিসাবে মাইথ্রিপালা সিরিসেনা শপথ নেন?

  1. চতুর্থ
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline