
আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 33
321. ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানগণ কোথায় মিলিত হন?
- রামাল্লা
- প্যারিস
- কায়রো
- ক্যানবেয়ার
322. গ্রিন পিস (Green peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
- হল্যান্ড
- পোল্যান্ড
- ফিনল্যান্ড
- নিউজিল্যান্ড
323. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
- ওয়াটার লু নামক স্থানে
- দ্বীপ এনাবার্তে
- ভার্সাই নগরীতে
- সেন্ট হেলেনা দ্বীপে
324. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
- গ্রিস
- জার্মানি
- ইন্দোনেশিয়া
- নেদারল্যান্ড
325. নাসাউ কোন দেশের রাজধানী?
- নিকোবর দ্বীপপুঞ্জ
- মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
- বাহামা দ্বীপপুঞ্জ
- ফিজি দ্বীপপুঞ্জ
326. বিগত ৫০ বছরে সেরা ফুটবলার কে?
- পেলে
- জিদান
- বেকেনবাওয়ার
- ম্যারাডোনা
327. ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
- ২০০৩ সালের ২৮ ই মার্চ
- ২০০৩ সালের ২০ শে মার্চ
- ২০০৩ সালের ২২ শে মার্চ
- ২০০৩ সালের ২৪ শে মার্চ
328. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- পেরু
- পানামা
329. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
- কার্পাস
- লোহা
- কাগজ
- বস্ত্র
330. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
- জেনেভায়
- লন্ডনে
- প্যারিসে
- হেগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।