আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28

অণুজীব

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28

271. আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয় কখন?

  1. 1965সালে
  2. 1961সালে
  3. 1861সালে
  4. 1865সালে

272. লিখিত সংবিধান নেই——

  1. বৃটেন
  2. স্পেন
  3. নিউজিল্যান্ড
  4. সবগুলোর

273. উত্তর ও দক্ষিন কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু ও শেষ হয় কবে?

  1. ১৯৫০ – ১৯৫৩
  2. ১৯৫১ – ১৯৫৪
  3. ১৯৫২ – ১৯৫৫
  4. ১৯৪৯ – ১৯৫৩

274. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

  1. ন্যাটো (NATO)
  2. সিটিবিটি (CTBT)
  3. এনপিটি (NPT)
  4. সল্ট (SALT)

275. ইউরোপের দ্বার বলা হয় কাকে?

  1. রোম
  2. ভিয়েনা
  3. বন
  4. লন্ডন

276. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?

  1. অচিহ্নিত সীমারেখা
  2. ঔপনিবেশিক সীমারেখা
  3. জ্যামিতিক সীমারেখা
  4. উপজাতিভিত্তিক সীমারেখা

277. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?

  1. দক্ষিণ আমেরিকা
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. ইউরোপ

278. Natural protein এর কোড নাম –

  1. Protien – P49
  2. protein – P53
  3. Protien – P51
  4. Protien – P54

279. মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?

  1. সিরিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. তুরস্ক

280. এশিয়ার সর্ব উত্তর বিন্দু –

  1. লোপট্‌কা অন্তরীপের অগ্রভাগ
  2. হাইনান দ্বীপপুঞ্জের অগ্রভাগ
  3. হিমালয়ের অগ্রভাগ
  4. চেলুসকিনের অগ্রভাগ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline