ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল

অণুজীব

 

ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 12

111. পৃথিবীতে কয়টি মাহাসাগর আছে-

  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি

112. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আচে?

  1. লৌহ
  2. হাইড্রোজেন
  3. কপার
  4. অক্সিজেন

113. ভূ-পৃষ্টের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত-

  1. আটলান্টিক মহাসাগরে এবং গভীরতা প্রায় ৪০১৩৭ ফুট
  2. ভারত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৭০০০ ফুট
  3. প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯১৯৯ ফুট
  4. উত্তর মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৫১২০ ফুট

114. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?

  1. সমুদ্রস্রোত
  2. ধ্রুব নক্ষত্র
  3. বায়ু প্রবাহের দিক
  4. অক্ষাংশ

115. গভীরতম মহাসাগর-

  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগরে
  4. উত্তর মহাসাগর

116. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-

  1. দ্বিগুণ
  2. তিনগুণ
  3. চারগুণ
  4. পাঁচগুণ

117. পৃথিবীর বহিরাবরণকে কি বলে?

  1. শিলা
  2. ভূ-ত্বক
  3. কেন্দ্রমণ্ডল
  4. গুরুমণ্ডল

118. প্রবল জোয়ারের কারণ, এ সময়-

  1. সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
  2. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
  3. পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে
  4. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে

119. ভূ-পৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে-

  1. কঠিন শিলা
  2. ভূ-ত্বক
  3. কেন্দ্রমণ্ডল
  4. গুরুমণ্ডল

120. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-

  1. হাওয়াই দ্বীপপুঞ্জ
  2. ফিজি দ্বীপ
  3. সেন্টমার্টিন
  4. ঘানা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline