
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11
101. বায়ুর প্রধান দুটি উপাদান হলো-
- অক্সিজেন ও নাইট্রোজেন
- অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
- অক্সিজেন ও হাইড্রোজেন
- অক্সিজেন ও কার্বন মনোক্সাইড
102. উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-
- স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে
- আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
- ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে
- উপরের কোনটিই নয়
103. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?
- বৃহস্পতি
- ইউরেনাস
- শনি
- নেপচুন
104. ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস?
- ক্লোরো ফ্লোরো কার্বন
- কার্বন মনোক্সাইড
- কার্বন ডাই অক্সাইড
- মিথেন
105. জোয়ার-ভাটার প্রধান কারণ-
- সূর্যের আকর্ষণ
- পৃথিবীর আবর্তন
- চাঁদের আকর্ষণ
- বায়ুপ্রবাহ
106. জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
- অমাবস্যায়
- অষ্টমীতে
- একাদশীতে
- পঞ্চমীতে
107. উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-
- কুয়াশা ও ঝড় হয়
- পানি ঠাণ্ডা হয়
- উপরের কোনটিই নয়
- ক ও খ উভয়ই
108. জলভাগের পরিমান বেশি-
- উত্তর গোলার্ধে
- দক্ষিণ গোলার্ধে
- পূর্ব গোলার্ধে
- পশ্চিম গোলার্ধে
109. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
- বায়ু প্রবাহের প্রভাব
- সমুদ্রের পানিতে তাপের পরিচলন
- সমুদ্রের ঘূর্ণিঝড়
- সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
110. উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-
- প্রায় ১২ ঘন্টা
- প্রায় ২৪ ঘন্টা
- প্রায় ৬ ঘন্টা
- চাঁদের তিথি অনুসারে ভিন্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।